ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা:- সম্প্রীতি সারা ভারতবর্ষে এক শ্রেণীর মানুষের মধ্যে বহুভাবে প্রভাব ফেলেছে আজকাল- এর ফ্যাশন এবং লাইফ স্টাইল। বিভিন্ন ডিজাইনের পোশাক ছাড়াও আরো অন্যান্য ভাবে নিজের রূপচর্চা এবং নিজেকে আরো ভালো করে জনসমক্ষে সামনে আনার জন্য বহু মানুষ বহু মেকআপ আর্টিস্টদের সম্মুখীন হন। সেই সমস্ত বিভিন্ন স্তরের মেকআপ আর্টিস্ট, হেয়ার স্টাইলার ও নখের বিভিন্ন কারুকার্য করা প্রফেশনালদের একই ছাদের তলায় নিয়ে এলো বিউটেক এক্সপো, বিশ্ব বাংলা কনভোকেশন সেন্টার প্রাঙ্গণে। দুইদিন ব্যাপী এই অনুষ্ঠানে বহু ধরনের ইভেন্ট ছিল চারিদিকে। মূলত অল ইন্ডিয়া হেয়ার এন্ড বিউটি অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানটি ছিল নজর কাড়ার মত। এই সংস্থার বোর্ড মেম্বার শিল্পী সেন-এর বক্তব্য অনুযায়ী প্রতিবছর তাদের ছাত্রদের হাতে করে শেখানোর পর জনসমক্ষে সামনে তাদের কাজকে তুলে ধরা এবং তাদের প্রমোশন করানো। ঠিক এমনই একটি উদ্দেশ্য নিয়ে তারা একটি র্যাম্প শো-য়ের আয়োজন করেন। নবদ্বীপ থেকে আগত মডেল নন্দিনী মালিক দর্শকদের মন জিতে নিলেও বিচারক মন্ডলীর মত অনুসারে মিস বিভাগে চ্যাম্পিয়ন হন বর্ষা মাইতি এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন তারান্নাম আহমেদ ও রূপালী বাসু। এছাড়াও তারা দ্বিতীয় দিন আয়োজন করেছিলেন একটি মাইথোলজিক্যাল রাম্প শো যেখানে দেখা যায় মূলত মডেলদের বিভিন্ন মাইথোলজিক্যাল ক্যারেক্টারে সাজ শয্যায় সাজানো হয়। শুভঙ্কর পালের হাতের কাজের নিপুণ দক্ষতা পাওয়া যায় মধ্যমগ্রাম থেকে অংশগ্রহণকারী মডেল মধুরিমা পোদ্দার কে দুর্গার রূপে সাজানোর মাধ্যমে। এখানে হাতের নিপুন দক্ষতা দেখা যায় হাওড়ার তনু সিংয়ের কাজের মধ্যে। তিনি সৃষ্টি শ্রীবাস্তব কে সাজিয়ে তুললেন একটি ক্রিশ্চিয়ান ব্রাইডালে এবং সাল্লু শর্মাকে সাজান অবতার রূপে। এছাড়াও মা কালী রূপে দেখা যায় বিদিশা মন্ডলকে যাকে নিপুণভাবে সেই রূপে তুলে ধরেন সৈকত আদাক, স্পিনেক্স এবং আরো অন্যান্য মাইথোলজিক্যাল ক্যারেক্টার হিসেবে মডেলদের দেখা যায় এদের এই অনুষ্ঠানে। পায়েল তালুকদারের মনিপুরী বউয়ের সাজে সাজানো লোকজনের মধ্যে শুধু দৃষ্টি আকর্ষণই করেননি বরং যেটি একটি সেলফি জনে পরিবর্তন হয়ে যায়। আরো বিভিন্ন সমস্ত স্টলে মডেলদের কিভাবে সাজাতে হয় এবং খুব স্বল্প সময় কিভাবে জনসমক্ষের কাছে তুলে ধরতে হয় তারই লাইভ ডেমস্ট্রেশন ছিল। তাদের মধ্যে দর্শকদের নজর কেড়ে ছিলেন খড়গপুর থেকে আশা অর্পিতা পাত্র যাকে অপরূপ ভাবে সাজিয়েছিলেন অভী রায় লক্ষ্মী ঠাকুরের রূপে। বারাসাত থেকে এসেছিলেন মালবিকা চক্রবর্তী যিনি মূলত দর্শকদের সামনে তুলে ধরেন স্বল্প সময় কিভাবে সুন্দরভাবে নিপুণতায় তুলে ধরা যায় একজনকে সাজিয়ে তা সে যেমনই সাজ হোক না কেন। বিখ্যাত মডেল নিলাম সিং হাজির ছিলেন তার সাথে। মালবিকা মেকোভা স্টুডিও এন্ড একাডেমির কর্ণধারের কথা অনুযায়ী তিনি অনেকদিন ধরেই তার এই একাডেমি মারফত বহু মানুষকে শিখিয়ে চলেছেন আজকালকার নতুন যুগে সাজ গোজের ব্যাপারে এবং সেটিকে কিভাবে প্রয়োগ করতে হয় সে বিষয়েও তিনি অটুট। তার এক ছাত্রীর কথা অনুযায়ী তারা খুবই সন্তুষ্ট এখান থেকে শিখে এবং আজকালকার প্রতিযোগিতা মূলক মার্কেটে তারা ভালই কাজ পায়। সুকন্যা মেকআপ অ্যান্ড স্টুডিও এন্ড একাডেমি কর্ণধার সুকন্যা ব্যানার্জি তার নিপুন দক্ষতা জনসমক্ষে সামনে প্রকাশিত করেন দুই খান লাইভ ডেমন্স্ট্রেশন এর মাধ্যমে। এখানে ছিলেন পিকনিক গার্ডেন্সের থেকে কুলসুম আলী ও সোদপুর থেকে উপস্থিত ছিলেন সিম্রান মন্ডল। সুকন্যা ব্যানার্জি বলেন তাদের এই একাডেমি টি গড়িয়া নাকতলা অঞ্চলে স্থাপিত এবং বিগত কয়েক বছর ধরে তারা ৩০০ বেশি ছাত্রছাত্রীকে এমনভাবে হাতে করে শেখানো ছাড়াও তাদেরকে প্র্যাকটিস করানো ও তাদের নতুনভাবে কাজ দেওয়াই মূল লক্ষ্য। এমন আরো অনেক মডেলদের নিয়ে কাজ করে দর্শকদের সামনে তুলে ধরেছিলেন বহু মেকআপ আর্টিস্টরা যাতে যারা এখানে আগত তারা শেখে এবং বোঝে কি ভাবে কাজ করতে হয়। সোনিয়া জয়সওয়ালের মেকআপ করেন সিদ্ধারত জাসওয়াল এবং ব্যারাকপুরের বাসিন্দা সৌমশ্রী চট্টোপাধ্যায় কে অপরূপ ভাবে সাজিয়ে তোলেন মনীষা ভ্যাস যিনি পরবর্তীকালে দর্শকদের মধ্যে তার কাজের জন্য আলোচনার একটি বিষয় হয়ে ওঠে। এ ছাড়াও এখানে উপস্থিত ছিল রিয়া দাস ও আয়ুশি ক্ষেত্রই সহ আরো অনেকে।এদের পরবর্তী শো হতে চলেছে হায়দ্রাবাদে যেটি অনুষ্ঠিত হবে আগামী ১০ ও ১১ ই সেপ্টেম্বর। এমনভাবে বহু নব জাতক মেকআপ আর্টিস্ট, মডেল ও অন্যান্যদের একই ছাদের তলায় আনার জন্য কুর্নিশ জানান দর্শকরা বিউটেককে।