নিজস্ব প্রতিনিধি, বিধান নগর: আসন্ন দূর্গা পূজা, 2025 উপলক্ষে বিধান নগর পুলিশ কমিশনারের অন্তর্গত বিধান নগর ডিভিশনের বিভিন্ন পুজো কমিটি এবং অন্যান্য সরকারি বিভাগের আধিকারিকদের উপস্থিতিতে একটি প্রশাসনিক ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ডেপুটি কমিশনার অফ পুলিশ, বিধান নগর ডিভিশন শ্রী অনীশ সরকার, আইপিএস, মহাশয়; শ্রী নিমা নরবু ভুটিয়া, আইপিএস, ডিসিপি ট্রাফিক ; শ্রী ঈশান সিনহা, আইপিএস, এসিপি সাউথ,বিধাননগর; শ্রী দীপ কুমার দাস, এসিপি নর্থ, বিধাননগর,সহ অন্যান্য আধিকারিকরা।