ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা:- বাঙালির সরোদ উৎসব আসতে আর বেশি দিন বাকি নেই কিন্তু ভারতবর্ষের আরেকটি উৎসবের নাম দীপাবলি আর তার জন্যই একপ্রকার তোড়জোড় শুরু হয়ে গেল। স্পার্ক এন্টারটেনমেন্ট প্রোডাকশন হাউজ দ্বারা আয়োজিত হল মিস্টার এবং মিস ক্যাটেগরি ও টিন ক্যাটেগরি জন্য সুবিশাল একটি অডিশন মধ্য কলকাতার একটি বিশেষ জায়গায়। এই অডিশনে উপস্থিত ছিলেন মোট ১৫০ জনেরও বেশি প্রতিযোগী। তাদের থেকে ৪০ শতাংশ মতন প্রার্থী নির্বাচিত হন। বিচারকের আসনে উপস্থিত ছিলেন মিস ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল বিজেতা ডলি সিং, স্পার্ক মিস কলকাতা ২০২৪ বিজেতা রিয়া গুপ্তা এবং স্পার্ক মিস টিন ২০২৪ বিজেতা নীতি জলদার। পশ্চিমবঙ্গের বহু দিক থেকে প্রতিযোগী এখানে উপস্থিত হয়েছিলেন। হাবরা বাসিন্দ ও একাদশ শ্রেণির ছাত্রী অনুরূপা দাস যেমন এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এবং তার কথা অনুযায়ী তিনি মডেল জগতে একদমই নতুন এবং এটাই তাই প্রথম শো। এখানে এসে তিনি বিচারকদের থেকে অনেক কিছু শিখলেন এবং তার ছোটবেলা থেকে মডেলিং করবার একটি ইচ্ছা পূর্ণ এখানে এসে হল আর সেই ইচ্ছাকে তার পড়াশোনার সাথে সাথে আরো বড় করে নিয়ে যাবার প্রচেষ্টা তিনি করবেন এমনটাই জানালেন। নৈহাটি বাসিন্দা এবং দশম শ্রেণীর ছাত্রী জিয়া তিওয়ারি এই অডিশনে সবারই মন কেড়ে নিয়েছেন। তিনি জানান পড়াশোনা সাথে সাথে ছোটবেলায় থেকে মডেলিং করার শখ এবং তার জন্য নিজেকে তৈরি করা পথ মোটেই সহজ ছিল না। এটি ছাড়াও তিনি ভারতনাট্যম নাচে পারদর্শী। সবকিছুকে ব্যালেন্স করে চলা এবং সেগুলি দর্শকদের সামনে নিখুঁতভাবে তুলে ধরাই তার জীবনের মূল লক্ষ্য। কুদঘাটে-এর বাসিন্দা স্বনামধন্য মডেল রুপসা রায় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং বিচারক মণ্ডলের নজর কেড়ে নেন তার অনবদ্য পারফরম্যান্স দিয়ে। মূলত একাদশ শ্রেণীতে তার পড়াশোনা সাথে সাথে তিনি নিজেকে পরিশ্রমের মাধ্যমে এক অনবদ্য জায়গায় নিয়ে গেছেন এবং আশা রাখেন একদিন সে ভারতবর্ষের নাম সারা বিশ্বে কাছে তুলে ধরবেন তার এই কাজের মাধ্যমে। বেশ কিছুদিন আগে স্টার্স অফ বেঙ্গলও তিনি বিজয়িনী হয়েছেন। বালিগঞ্জ থেকে এসেছিলেন ঈশিকা সিং। তিনি তার অভিজ্ঞতায় মাধ্যমে প্রতিযোগিতায় মাঝে হয়ে উঠেছিলেন এক মধ্য মনি। বেশকিছু প্রেজেন্টা শো-তে তিনি বিচারক হিসেবেও কাজ করেছেন এবং সেই অভিজ্ঞতা নিয়েই এখানে সবাই মাধ্যমে নিজেকে তুলে ধরলেন। এছাড়া উপস্থিত ছিলেন গত বারের দ্বিতীয় স্থান অধিকারী ও মিস ক্যালকাটা ২০২৪ এর বিজেতা ঋত্বিকা কর্মকার ও মডেল জগতে নবগত আসা সানিয়া আলি। অনুষ্ঠানের কর্ণধার সারফারাজ জানান তাদের মূল উদ্দেশ্য আজকালকার দিনে এত মডেল হান্ট এর মধ্যে নিজেদের কাজকে একটি অন্য মাত্রায় নিয়ে যাওয়া এবং বহুজাত মডেলদের সঠিক পথে চালনা করা ও ঠিকভাবে তাদের পথপ্রদর্শক হওয়া। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরের শেষ কিংবা নভেম্বরের শুরুর দিকেই বাঙালি কাছে আসতে চলেছে এক বিশাল ফ্যাশন শো।
ছবি:- হিমাদ্রী বাগ