কলকাতা: করোনা ভাইরাসে আক্রান্ত কোনও রোগীকেই যেন ফিরিয়ে দেওয়া না হয়, রাজ্যের বেসরকারি হাসপাতালগুলোর প্রতি এমনই আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও ক্রমশই বাড়ছে করোনা সংক্রমিতের (COVID- 19) সংখ্যা। কিন্তু বহু বেসরকারি হাসপাতালই COVID- 19 আক্রান্ত রোগীদের ভর্তি নিতে চাইছেন না, এমন অভিযোগ উঠছে বেশ কিছুদিন ধরে। এই কথা মুখ্যমন্ত্রীর কানে যেতেই তৎপর হলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানান, “আমরা ৫১ টি বেসরকারি হাসপাতালের সঙ্গে কথা বলে রেখেছি যাতে তারা এই পরিস্থিতিতে সহযোগিতা করে। করোনা আক্রান্ত রোগীদের কোনওভাবই ফেরানো যাবে না। ভুলে যাবেন না যে রাজ্য সরকার করোনা আক্রান্তদের চিকিৎসাজনিত সমস্ত ব্যয় বহন করছে। তাই আমি অন্যান্য বেসরকারি হাসপাতালগুলোর কাছে আবেদন করছি, আপনারা প্রয়োজনীয় সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা করুন, কাউকে ফেরাবেন না”, রাজ্য সচিবালয় নবান্ন থেকে এই বার্তা দেন মুখ্যমন্ত্রী।
“তবে এই পরিস্থিতির মধ্যেও কিন্তু আমাদের বাচ্চাদের টিকা দেওয়া, রোগীদের ডায়ালাইসিস করা, গর্ভবতী মহিলাদের চিকিৎসা করা এবং হৃদরোগীদের উপর নজর রাখা, এগুলোও চালিয়ে যেতে হবে। আমরা খুব তাড়াতাড়ি রাজ্যের বেসরকারি হাসপাতালগুলোর উদ্দেশে একটি নির্দেশিকা জারি করতে চলেছি। যাতে তারা তাদের সমস্ত পরিষেবা চালু রাখে এবং কোনওভাবেই চিকিৎসার প্রয়োজনে হাসপাতালে আসা করোনা রোগীদের প্রত্যাখ্যান না করে”, একথাও বলেন তিনি।
করোনা ভাইরাসের সংক্রমণের বাড়বাড়ন্তের কারণে বহু চিকিৎসক তাঁদের ব্যক্তিগত চেম্বার বন্ধ রেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই চেম্বারগুলিও ফের খুলতে বলেছেন। তবে সামাজিকভাবে যে দূরত্ব রাখার কথা সেই নিয়ম যাতে কঠোরভাবে অনুসরণ করা হয়, চিকিৎসকদের প্রতি এই অনুরোধও করেন তিনি।