26, Nov-2020 || 08:50 pm
Home দেশ করোনায় আক্রান্ত বিগ বি

করোনায় আক্রান্ত বিগ বি

নিজস্ব সংবাদদাতা : করোনা ভাইরাসে আক্রান্ত হলেন অভিনেতা অমিতাভ বচ্চন। আজ রাতে টুইট করে নিজেই এ কথা তিনি জানান। মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে এমনটা সূত্রের খবর।

এদিন টুইট করে বিগ বি জানান, “আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ। হাসপাতালে ভর্তি হয়েছি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আমার পরিবার ও কর্মীদের সকলেরই কোভিড টেস্ট করা হচ্ছে। তাঁদের রিপোর্ট এখনও আসেনি। অনুরোধ করব, গত দশ দিনে আমার খুব কাছাকাছি যাঁরা এসেছেন তাঁরা প্রত্যেকেই নিজেদের কোভিড টেস্ট করান।”

করোনা আক্রান্ত জানার পরেই ভিলে পার্লের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয় অমিতাভকে। অভিনেতার জুহুর বাড়ির খুব কাছেই নানাবতী হাসপাতাল। এখন সেখানেই চিকিৎসা চলছে ৭৭ বছরের অভিনেতার।

করোনা আক্রান্ত হয়েছেন এই খবর টুইটারে পোস্ট করা মাত্রই কয়েক হাজার রিটুইট হয়েছে। টুইটারে ট্রেন্ডিং টপিক এখন বিগ বি। অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করে টুইট করছেন অনেকেই। তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল এমনটাই হাসপাতাল সূত্রে খবর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চির ঘুমের দেশে চলে গেলেন মারাদোনা

হীরক মুখোপাধ্যায় (২৫ নভেম্বর '২০):- আর্জেন্টিনার বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, হৃদযেন্ত্রর ক্রিয়া বন্ধ হয়ে আজ চির ঘুমের দেশে চলে গেছেন ফুটবলের...

সৌরভ গাঙ্গুলীকে ব্র্যাণ্ড অ্যাম্বাসাডর নিয়োগ করল লিভিনগার্ড এজি

হীরক মুখোপাধ্যায় (২৫ নভেম্বর '২০):- ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন দলপতি তথা বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইণ্ডিয়া (বিসিসিআই)-র বর্তমান সভাপতি সৌরভ...

বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ বিজেপির ভোটসঙ্গী হতে পারে আরপিআই(এ)

হীরক মুখোপাধ্যায় (২৫ নভেম্বর '২০):- বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ বিজেপির সাথে গাঁটছড়া বেধে নির্বাচনী ময়দানে নামতে পারে আম্বেদকর...

মমতা ব্যানার্জি বি জে পি ও সিপিএম কে আক্রমণ

মোহাম্মাদ শাহজাহান আনসারী, বাঁকুড়া:-পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বুধবার শুনুকপাহাড়ী এলাকায় একটি জনসভাকে সম্বোধিত করেন । তার আগে তিনি বাঁকুড়া সার্কিট হাউস থেকে...