মোহাম্মাদ শাহজাহান আনসারী,বাঁকুড়া:-অবশেষে দুদিনের মাথায় উদ্ধার হলো মৃত দেহ । গত বৃহস্পতিবার রাত্রে গন্ধেশ্বরী নদীতে, সতীঘাটের অস্থায়ী সেতূ পারাপার করতে গিয়ে স্রোতে ভেঁসে যাওয়া চৈতক ব্যানার্জির দেহ উদ্ধার হল নদীর মোহনায় কাছে । বৃহস্পতিবার রাত্রি থেকে শুক্রবার দুপুর পর্যন্ত সিভিল ডিফেন্স টিম নদীতে বোট নিয়ে তল্লাশি চালিয়ে ও খোঁজ পায়নি চৈতকের ।
শনিবার ভোর বেলা গন্ধেশ্বরী নদীর ভূতশহর ফুটবল মাঠের পাশে নদীর চরে, কাশ বনের মধ্যে আটকে থাকা দেহ দেখতে পায় মাছ ধরতে যাওয়া জেলেরা। এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ এসে মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া মেডিক্যাল কলেজে নিয়ে যায়। বছর আটত্রিশে চৈতক ব্যানার্জির বাড়ি বাঁকুড়া শহরের যোগীপাড়ায় ।