মোহাম্মাদ শাহজাহান আনসারী,বাঁকুড়া: জেলার নানা প্রান্তে করোনা আক্রান্তের খোঁজ মেলায় এরকমই চল্লিশটি জায়গা চিহ্নিত করে কন্টেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে । এর মধ্যে বাঁকুড়ার রাইপুর থানার উদ্যোগে কন্টেইনমেন্ট জোনের সীমানা চিহ্নিত করে নিয়ন্ত্রিত করা হয়েছে জনজীবন। ভারপ্রাপ্ত আধিকারিক ও সাধারণ পুলিশ কর্মীরা করোনা সতর্কতা ও সংক্রমণ রুখতে এই উদ্যোগ নিয়েছে। তারমধ্যে জনবহুল অঞ্চল ও রয়েছে বলে এই কড়া সতর্কতা। কড়া নজরদারি জারি রেখেছে রাইপুর পুলিশ প্রশাসন। এছাড়াও এই তিনটি এলাকায় প্রশাসনিক আধিকারিকরা কড়া নজরদারি চালিয়ে যাচ্ছেন। অযথা কেউ কোথাও জমায়েত করতে না পারে তার জন্য সতর্কতা নেওয়া হয়েছে কঠোর ভাবে। অকারণে বাড়ির বাইরে বেরোনোর উপরেও নিষেধাজ্ঞা জারি হয়েছে । এছাড়া কনটেইনমেন্ট জোনে বাইরে থেকে ঢোকারও অনুমতি নে যথেষ্ট দক্ষতার সঙ্গে কাজ করে চলেছে বাঁকুড়ার রাইপুর পুলিশ প্রশাসন । পুলিশের কাজে দারুন ভাবে খুশি সাধারন মানুষ । অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবার সঙ্গে যুক্ত দোকান গুলি ছাড়া বন্ধ রয়েছে সমস্ত দোকানপাট , বাজার । মানুষ চলাচলের উপর চলছে কড়া নজরদারি ।