নিজস্ব প্রতিনিধি, বিলকান্দা : রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী মমতাবন্দ্যোপাধ্যায় এর স্বপ্নের প্রকল্প আমাদের পড়া আমাদের সমাধান অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন ব্লকে। আজ ব্যারাকপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত বিলকান্দা ১ পঞ্চায়েতের কর্ণমাধবপুরে আমার পাড়া আমার সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতেউপস্থিত ছিলেন-বিলকান্দা ১আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি চিত্তরঞ্জন মন্ডল, বিলকান্দা ১ গ্রাম পঞ্চায়েত প্রধান রিনা দাস, উপপ্রধান প্রবীর দাস (বাবাই), প্রাক্তন উপ প্রধান তথা বর্তমান পঞ্চায়েত সদস্য মলিনা রানী মল্লিক, সহ পঞ্চায়েতের বিভিন্ন সদস্য, সদস্যা ও আধিকারিকরা। উক্ত কর্মসূচিতে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।


