নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার বিকেলে হাওড়ার টিকিয়াপাড়ার ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে কঠোর মনোভাব দেখিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার ওই ঘটনা নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার মুখ্যমন্ত্রী বলেন, টিকিয়াপাড়ায় যে ঘটনা ঘটেছিল তা খারাপ হয়েছে। আমি পুলিসকে বলেছি তত্ক্ষণাত্ ব্যবস্থা নিতে। কোনও কাজ সম্প্রদায় হিসেবে আমরা দেখি না। যে-ই অন্যায় করুক তা অন্যায় হিসেবেই দেখা হয়। তার মধ্যে কোনও হিন্দু মুসলমান হয় না।
প্রসঙ্গত গতকালই রাজ্য পুলিসের পক্ষ থেকে টুইট করা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওা হবে। কেউ রেহাই পাবে না। অপরাধীদের গ্রেফতার করে শাস্তি দেওয়া হবে। পুলিসের সেই টুইট রিটুইট করে তাঁর কড়া মনোভাবের কথা জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। ওই ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিস।
ঘটনার পর মঙ্গলবারই সরিয়ে দেওয়া হয় পুর কমিশনার বিজিন কৃষ্ণাকে। এদিন রাত ১১টা নাগাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে নবান্নর তরফে বলা হয়, হাওড়ার অতিরিক্ত জেলাশাসক ধবল জৈন আপাতত পুর কমিশনারের দায়িত্ব সামলাবেন।