হীরক মুখোপাধ্যায় (৩ জুলাই ‘২০):- দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে প্রোটন ক্যানসার সেন্টার রূপে প্রথম জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনাল (জেসিআই) স্বীকৃতি পেল চেন্নাই-এর এপোলো প্রোটন ক্যানসার সেন্টার।
এপোলো প্রোটন ক্যানসার সেন্টার-কে জেসিআই স্বীকৃতি দিয়ে জেসিআই-এর অধ্যক্ষ ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিক পওলা উইলসন জানান, “আধুনিক ক্যানসার চিকিৎসার উপর ১ হাজারের বেশি পরিমাপ যোগ্য বিষয় মূল্যায়ন করে এই স্বীকৃতি দেওয়া হল।”
জেসিআই স্বীকৃতি লাভের পর এপোলো হসপিটাল গ্রুপ-এর অধ্যক্ষ ডাঃ প্রতাপচন্দ্র রেড্ডি জানিয়েছেন,”ক্যানসার চিকিৎসায় সর্বোচ্চ আন্তর্জাতিক মান রক্ষা করার জন্য এই বিরল সম্মান অর্জন করা সম্ভব হয়েছে।”
এপোলো প্রোটন ক্যানসার সেন্টার-এর সহাধ্যক্ষা পৃথা রেড্ডি বলেছেন, “এক বছর আগে চেন্নাইতে পথ চলা শুরু করেছিল এপোলো প্রোটন ক্যানসার সেন্টার। গত ১২ মাসে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত ২০০ ক্যানসার আক্রান্ত রোগীকে সফলতার সঙ্গে চিকিৎসা করা হয়েছে এই কেন্দ্রে।”