হীরক মুখোপাধ্যায় (৩ জুলাই ‘২০):- ভারত চীন সীমান্তে পাহারারত সেনাবাহিনীর জওয়ানদের মনোবল বাড়াতে আজ সকালে নিমুতে পৌঁছন নরেন্দ্র মোদী।
আজ সকাল ৭ টায় লাদাখে পৌঁছে সেখান থেকে সেনাবাহিনীর চপারে করে নিমু ফরোয়ার্ড পোস্ট-এ পৌঁছন প্রধানমন্ত্রী।
সিন্ধু উপত্যকা ও জানাস্কার রেঞ্জের মাঝে সমুদ্র পৃষ্ঠ থেকে ১১ হাজার ফুট উপরে এই নিমু ফরোয়ার্ড পোস্ট।
আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সফরসঙ্গী হয়েছেন চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মনোজমুকুন্দ নারাভালে সহ সেনার একাধিক শীর্ষ কর্তা।
প্রধানমন্ত্রীর অফিসের বক্তব্য অনুযায়ী, “গালওয়ান হামলায় আহত জওয়ানদের সঙ্গে বেস হাসপাতালে দেখা করার পর প্রধানমন্ত্রী ১৪ কর্পস জওয়ানদের উদ্দেশ্যে ভাষণ দেবেন।”
আজ প্রধানমন্ত্রীর আচমকা সফর উপলক্ষ্যে সেনাবাহিনীর মধ্যে বিপুল উৎসাহ দেখা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্থলসেনা, বায়ুসেনা সহ ইন্দো টিবেটান বর্ডার পুলিস-এর সমবেত সমাবেশে বক্তব্যও রেখেছেন।