সৌরভ দাশ,হাসনাবাদ:করোনা মহামারির মধ্যে ডেন্গু যাতে থাবা বসাতে না পারে সেই সচেতনতার লক্ষ্যে পথে নামল এলাকার যুবক রা।
সুন্দরবনের বেড়মজুর যুব সমাজ কল্যাণ সংস্থার যুবদের উদ্যোগে বেড়মজুর বটতলা থেকে কাছারী ঘাট(ছোট কলাগাছিয়া নদীর ধার) পর্যন্ত ব্লিচিং ছড়ানো হলো। সকাল থেকেই যুব সমাজ কল্যাণ সংস্থার সম্পাদক প্রদীপ্ত সরকারের নেতৃত্বে সুদীপ্ত সরদার ,সজল সরদার,মানব মন্ডল,অচিন্ত সরদার, শুভঙ্কর দাস প্রমুখরা গ্রামের প্রতিটি ঘরের আনাচে কানাচে,গোয়াল ঘরে,নোংরা জায়গায় ও টিউবওয়েলের ধারে ব্লিচিং ছড়ালো। যুবদের উদ্যোগে চারিদিক পরিস্কার পরিচ্ছন্ন রাখার বার্তা দেওয়া হয় প্রতি বাড়িতেই।
প্রদীপ্ত সরকার জানান ডেঙ্গুর প্রকোপের সময় শুরু হয়ে গেছে। আর তাছাড়া করোনা মারন ভাইরাস দাপিয়ে বেড়াচ্ছে সারা পৃথিবী জুড়ে। তাই এলাকা কে সুস্থ রাখতে প্রতিবছরের মতো এবারও আমরা সচেতনতার বার্তা নিয়ে মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করেছি।