নিজস্ব প্রতিনিধি, নিউ ব্যারাকপুর: আবারো বিপুল পরিমাণে গাজা উদ্ধার বিলকান্দা ১ নম্বর অঞ্চলে। বুধবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে বিলকান্দা ১ নং গ্রাম পঞ্চায়েতের বোদাই ঈদগাহ এলাকা থেকে প্রায় সাড়ে ২৩ কেজি মাদকদ্রব্য গাঁজা বাজেয়াপ্ত করে। দুই জন গাঁজা পাচারকারীকে গ্রেফতার করে। NDPS ধারায় মামলা রুজু করে বৃহস্পতিবার ধৃত দুই জনকে পুলিশ হেফাজতে আবেদনে ব্যারাকপুর মহকুমার আদালতে পাঠানো হয়। এই কর্মকাণ্ডে আর কারা যুক্ত আছে তদন্ত নেমেছে নিউ ব্যারাকপুর থানার পুলিশ।