12, Apr-2021 || 12:31 pm
Home কলকাতা কোরোনা আবহে সফল শল্য চিকিৎসা করল এস এস কে এম হাসপাতাল

কোরোনা আবহে সফল শল্য চিকিৎসা করল এস এস কে এম হাসপাতাল

হীরক মুখোপাধ্যায় (২৫ জুন ‘২০):– কোরোনা আবহে সম্প্রতি কোলকাতার এস এস কে এম হাসপাতালে ৪ ঘণ্টার দীর্ঘ অস্ত্রোপচার শেষে বিপন্মুক্ত হলেন সোদপুরের ৪৩ বছরের বিশ্বজিৎ সরকার।

চিকিৎসক পবন মণ্ডল জানিয়েছেন, “শরীরের ভেতরে অবস্থিত ১.৫ সেন্টিমিটার লম্বা এড্রিনালিন গ্রন্থিটা ফুলে ফেঁপে ২৪ × ১৮ × ১৬ মাপের হয়ে যাওয়ার ফলে বেশ কিছুদিন ধরে কষ্ট পাচ্ছিলেন বিশ্বজিৎ সরকার। অস্ত্রোপচার শেষে দেখা যায় কর্তিত অংশের ওজন প্রায় ২ কেজি।”

এস এস কে এম হাসপাতাল সূত্রে জানা গেছে, ” গত ৬ মাস ধরে পেটের ব্যাথায় ভুগছিলেন বিশ্বজিৎবাবু। এর আগে অনেক চিকিৎসকের কাছেও গিয়েছিলেন তিনি। তাঁদের পরামর্শে ৫ বার সিটি স্ক্যান ও ৩ বার বায়োপসিও করিয়েছিলেন তিনি।
গত মে মাসে জানা যায় তাঁর এড্রিনালিন গ্রন্থির উপর বেড়ে উঠছে এক ম্যালিগন্যান্ট টিউমার যার পোশাকি নাম ‘এড্রিনাল কর্টিসল নিওপ্লাজিয়া’।
টিউমারটা এতোটাই বড়ো হয়ে উঠেছিল যে বিশ্বজিৎবাবুর ডান কিডনি ও লিভারের উপর চাপ বেড়ে চলেছিল।
গত ১৬ জুন চিকিৎসক বিতানকুমার চট্টোপাধ্যায়, চিকিৎসক সুনন্দ দে, চিকিৎসক পবন মণ্ডল, চিকিৎসক সৌরভ চক্রবর্তী ও ইউরো সার্জন সন্দীপ গুপ্ত-র মিলিত প্রয়াসে বিশ্বজিৎ সরকারের উপর ৪ ঘণ্টা ধরে সফল শল্য চিকিৎসা চলে।
৫ দিন আইটিইউ-এ থাকার পর এই মুহুর্তে সাধারণ শয্যায় রাখা হয়েছে বিশ্বজিৎ সরকারকে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রাজারহাটে ভাইজান

রাজীব দত্ত, রাজারহাট: আজ 115 নম্বর রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রের সিপিআইএম ও সংযুক্ত মোর্চা মনোনীত প্রার্থী সপ্তসী দেবের সমর্থনে রাজারহাট লাউহাটি...

কামারহাটি বিধানসভার বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে উপস্থিত ছিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া স্বনামধন্য অভিনেতা মিঠুন চক্রবর্তী

রাজীব দত্ত, কামারহাটি : আজ দুপুরে কামারহাটি বিধানসভার বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে, উপস্থিত ছিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া স্বনামধন্য অভিনেতা মিঠুন...

আদালত থেকে জামিন পাওয়ার পরেও নিখোঁজ বারাসাতের বিজেপি কর্মীবৃন্দ

হীরক মুখোপাধ্যায় (৭ এপ্রিল '২১):- জেলা ও দায়রা আদালত থেকে জামিন পাওয়ার পরেও নিখোঁজ বারাসাতের ৪ বিজেপি কর্মী।বিজেপি কর্মীদের পুলিস পুনরায় গ্রেফতার...

নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে “ওয়েবকুপা”-র অনুষ্ঠান।

নিজস্ব সংবাদাতা, নন্দীগ্রাম: তৃতীয়বারের জন‍্য পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাসীন করার লক্ষ্যে মুখ‍্যমন্ত্রীর সমর্থনে এবারো প্রচারে নামলেন পশ্চিমবঙ্গের কলেজ ও বিশ্ববিদ্যালয়েরঅধ্যাপক সমিতি ওয়েবকুপা।...