হীরক মুখোপাধ্যায় (২৫ জুন ‘২০):– কোরোনা আবহে সম্প্রতি কোলকাতার এস এস কে এম হাসপাতালে ৪ ঘণ্টার দীর্ঘ অস্ত্রোপচার শেষে বিপন্মুক্ত হলেন সোদপুরের ৪৩ বছরের বিশ্বজিৎ সরকার।
চিকিৎসক পবন মণ্ডল জানিয়েছেন, “শরীরের ভেতরে অবস্থিত ১.৫ সেন্টিমিটার লম্বা এড্রিনালিন গ্রন্থিটা ফুলে ফেঁপে ২৪ × ১৮ × ১৬ মাপের হয়ে যাওয়ার ফলে বেশ কিছুদিন ধরে কষ্ট পাচ্ছিলেন বিশ্বজিৎ সরকার। অস্ত্রোপচার শেষে দেখা যায় কর্তিত অংশের ওজন প্রায় ২ কেজি।”
এস এস কে এম হাসপাতাল সূত্রে জানা গেছে, ” গত ৬ মাস ধরে পেটের ব্যাথায় ভুগছিলেন বিশ্বজিৎবাবু। এর আগে অনেক চিকিৎসকের কাছেও গিয়েছিলেন তিনি। তাঁদের পরামর্শে ৫ বার সিটি স্ক্যান ও ৩ বার বায়োপসিও করিয়েছিলেন তিনি।
গত মে মাসে জানা যায় তাঁর এড্রিনালিন গ্রন্থির উপর বেড়ে উঠছে এক ম্যালিগন্যান্ট টিউমার যার পোশাকি নাম ‘এড্রিনাল কর্টিসল নিওপ্লাজিয়া’।
টিউমারটা এতোটাই বড়ো হয়ে উঠেছিল যে বিশ্বজিৎবাবুর ডান কিডনি ও লিভারের উপর চাপ বেড়ে চলেছিল।
গত ১৬ জুন চিকিৎসক বিতানকুমার চট্টোপাধ্যায়, চিকিৎসক সুনন্দ দে, চিকিৎসক পবন মণ্ডল, চিকিৎসক সৌরভ চক্রবর্তী ও ইউরো সার্জন সন্দীপ গুপ্ত-র মিলিত প্রয়াসে বিশ্বজিৎ সরকারের উপর ৪ ঘণ্টা ধরে সফল শল্য চিকিৎসা চলে।
৫ দিন আইটিইউ-এ থাকার পর এই মুহুর্তে সাধারণ শয্যায় রাখা হয়েছে বিশ্বজিৎ সরকারকে।”