মলয় সিংহ,বাঁকুড়া : আজ ফের শালতোড়ায় বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেস দলে যোগ দিলেন ৩০০ জন কর্মী। শালতোড়া তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কালিপদ রায় ও তাদের অনুগামীদের হাত ধরে আজ সকাল ১২ টা নাগাদ শালতোড়া তৃনমূল কংগ্রেস ভবনে পার্শ্ববর্তী এলাকার বিজেপি, সিপিএম ছেড়ে ৩০০ জন কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।
শালতোড়া বিধানসভা কেন্দ্র এলাকায় প্রায় ৩০০ জন সিপিএম ও বিজেপি কর্মী পুনরায় তৃণমূলে ফিরে আসায় শালতোড়া তৃণমূল কংগ্রেসের অনেকটাই শক্তি বৃদ্ধি হল বলে মনে করছেন শালতোড়া তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কালিপদ রায়।তিনি বলেন, বিজেপি বলে বাংলায় কিছু ছিল না আমাদের লোককে ওরা ভাঁড়া করে ওদের দলে টেনে নিয়েছিল । এখন ওরা বিজেপিতে গিয়ে বুঝেছে বিজেপি মানুষের ভাল কিছু করে না। তাই ফের ঘরের ছেলেরা ঘরে ফিরে এল । আমাদের অনেকটাই সাংগঠনিক শক্তি বৃদ্ধি হল।
শালতোড়ার তিলুড়ির বিজেপি নেতা বলেন, বিজেপিতে গিয়ে দেখলাম ওখানে উন্নয়নের কোন কাজ নেই। ওখানে শুধু জাতি বিভেদের রাজনীতি। ওদের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারিনি, তাই তৃনমূলে যোগদান করলাম । আমরা দিদির হাত ধরে উন্নয়নের কাজ করতে চাই ।
তবে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানের ঘটনায় বিজেপিতে কোন প্রভাব পড়বে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব ।