সমবায়কে বাঁচিয়ে রাখুন শেয়ার কিনে

নিজস্ব প্রতিনিধি : ছয় দশকের বেশি নববারাকপুর সমবায় ভান্ডার লিমিটেডে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কিন্তু বর্তমান অবস্থা খুব একটা ভালো জায়গায় নেই। তাই সম্প্রতি বার্ষিক সাধারণ সভায় নতুন পরিচালক সমিতির সম্পাদক গৌতম চক্রবর্তী সদস্যদের কাছে অনুরোধ করলেন ৪ টি শেয়ার কিনে সমবায়কে বাঁচিয়ে রাখুন এবং সমবায় থেকে জিনিসপত্র কিনুন।সভায় সভাপতিত্ব করেন সমবায় ভান্ডার লিমিটেডের চেয়ারম্যান তপন কুমার দে।
সভায় গত কয়েক বছর ধরে সমবায় ভান্ডারে কিছু অনিয়মের এবং দুটি রেশন দোকান বন্ধ থাকা নিয়ে প্রশ্ন ওঠে। এই সমবায় ভান্ডারকে উন্নততর জায়গায় প্রতিষ্ঠিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নতুন সম্পাদক গৌতম চক্রবর্তী ।