নিজস্ব প্রতিনিধি,বামনগাছি : বারাসাত -১ নং ব্লক তূনমূল ছাত্র পরিষদের উদ্যোগে আজ রক্তদান শিবির আয়োজিত হলো। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন উ: ২৪ পরগণা জেলার তৃণমূল কংগ্রেসের কার্যাকরী সভাপতি নারায়ণ গোস্বামী,ছোটজাগুলিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান নুরুল হক,বারাসাত শহর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি দেবাশীষ মিত্র,বারাসাত ব্লক তূনমূল সভাপতি রবিউল ইসলাম, বারাসাত ব্লক যুব সভাপতি রবিউল আলম ছাত্র পরিষদের জেলা সভাপতি বানী ব্রত চক্রবর্তী,তৃণমূল যুবনেতা নাজিবুল্লাহ সরদার ও ছাত্র সভাপতি শুভরাজ আলম সহ বিশিষ্টরা। তৃণমূল ছাত্র সভাপতি শুভরাজ আলম এর নেতৃত্বে রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যবিধি মেনে আজ রক্তদান শিবিরে প্রায় ৬০ জন রক্তদান করেন। প্রত্যেক অতিথিরা রক্তদানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং সকল রক্তদাতাদের শুভেচ্ছা জানান।
সকলের উপস্থিতিতে রক্তদান উৎসবটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।