নিজস্ব প্রতিনিধি : নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টিতে নববারাকপুর পুরসভার বেশ কিছু ওয়ার্ডে জলমগ্ন হয়ে যাবার দরুন চরম দুর্ভোগে জলবন্দি বহু মানুষ। খবর পেয়েই শারীরিক প্রতিবন্ধকতার মধ্যে ও সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে পুরসভার ৯ এবং ২০ নং ওয়ার্ডে হাজির হন পুরপ্রধান প্রবীর সাহা। ৯ নং ওয়ার্ডের আগাপুর হরিগুরুচাঁদ মন্দির এলাকায় জলবন্দি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। ছিলেন ৯নং ওয়ার্ড কমিটির সদস্যরা ও। পুরপ্রধান আশ্বাস দেন নিকাশি সমস্যা মেটানোর। বলেন একটু সময় লাগবে। আগামী বছর এই জলযন্ত্রনা থাকবে না।