হীরক মুখোপাধ্যায় (১৭ জুন ‘২০):- বিধ্বংসী আমফান ঘূর্ণিঝড়ের পর ত্রাণ ও পুনর্নির্মাণ কাজে সহায়তার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারকে ১ কোটি টাকা দিল ‘এক্সিস ব্যাঙ্ক’।
আজ ‘নবান্ন’তে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যসচিব রাজীব সিনহার কার্যালয়ে উপস্থিত হয়ে ‘এক্সিস ব্যাঙ্ক’ সরকারের হাতে এই সহায়তা রাশি তুলে দেয়।
‘এক্সিস ব্যাঙ্ক’-এর তরফে রিজিওনাল ব্রাঞ্চ ব্যাঙ্কিং হেড (ইস্ট) লাল সিং এবং ভাইস প্রেসিডেন্ট গভর্নমেন্ট বিজনেস গ্রুপ রবি কুমার, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যসচিব রাজীব সিনহা ও অর্থসচিব তথা অতিরিক্ত মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী-র হাতে ১কোটি টাকার চেক তুলে দেন।