20, Oct-2020 || 11:19 am
Home জেলা সিভিক পুলিশের মানবিক মুখ রামপুরহাট শহরে

সিভিক পুলিশের মানবিক মুখ রামপুরহাট শহরে

সৌগত মন্ডল, বীরভূম: প্রায় তিন মাস যাবত লকডাউন আটকে পড়া ১বৃদ্ধ মহিলাকে হসপিটাল নিয়ে যান রামপুরহাটের ১ সিভিক ভলেন্টিয়ার।বৃদ্ধার নাম দ্রৌপদী কর্মকার ,বয়স প্রায় ৬৫ বছর। রামপুরহাট থানা কর্মরত সিভিক ভলেন্টিয়ার সিবায়ন ভট্টাচার্য্য জানাই, “ওই বৃদ্ধা লকডাউন এর আগে রামপুরহাটে এসেছিলেন এখন আটকে পড়ে। দীর্ঘদিন ধরেই স্টেশনেই দিন কাটান ।নানান স্বেচ্ছাসেবী সংস্থা ওনাকে খাবার দেন। ওনার কিছু শারীরিক অসুবিধার জন্য আমি হসপিটালে ভর্তি করেছিলাম, আজ প্রায় আট দিন ধরে তিনি হসপিটালে রয়েছেন। বৃদ্ধার ঘাড়ে ব্যথা ও মাথায় ব্যথা হচ্ছিল বলে জানায় আমাকে ,এখন অনেকটাই সুস্থ বলে জানান ডাক্তারেরা। এই যে প্রায় আট দিন যাবৎ ওষুধ হসপিটাল থেকেই দেয়া হতো এবং যেগুলি পাওয়া যেত না সেগুলি আমি আমার নিজের পয়সায় থেকেই কিনে আনতাম। সব সময় আমার আই .সি সাহেব সন্দীপন চ্যাটার্জি ও আমাদের এসডিপিও সাহেব সৌম্যজিৎ বড়ুয়া স্যার আমাকে সব সময় সাহায্য করেছেন । আমি ওনার ছবি ফেসবুকে আপলোড করি, তারপর ওনার ছেলের সঙ্গে আমার কথা হয়েছে ,ওনার ছেলে বলেছেন আমি দুদিনের মধ্যে মাকে নিতে যাবো । শিবায়ন সবশেষে এটাই জানাই আমি দেশসেবার কাজে নিজেকে নিযুক্ত হয়েছি সব সময় মানুষের পাশে থাকবো এটাই আমার লক্ষ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

তৃণমূল কংগ্রেস মহিলা শাখার পাশাপাশি শুরু করলো বঙ্গজননী সংগঠন

প্রদীপ মজুমদার, নদীয়াঃ তৃণমূলের মহিলা শাখার ওপর আর ভরসা না থাকায় তৃণমূল কংগ্রেস মহিলা শাখার পাশাপাশি শুরু করলো বঙ্গজননী সংগঠন।এই সংগঠনের কাজ...

বাঘমুন্ডি ব্লক কংগ্রেসের ডাকে প্রতিবাদ মিছিল

বাপ্পা রায়, বাঘমুন্ডি, পুরুলিয়া, ১৮ অক্টোবর :- রবিবার পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লক কংগ্রেসের ডাকে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের বিভিন্ন দুর্নীতির দাবি...

নদীয়ার বাদকুল্লার সুরভী স্থানে ২৬৮ নম্বর বুথ তৃণমূল কংগ্রেস কমিটি এক স্বেচ্ছায় রক্তদান শিবির

প্রদীপ মজুমদার, নদীয়াঃ রক্তদান জীবন দান আর রক্ত দিয়ে প্রাণ বাঁচান। বর্তমান করোনা আবহে রাজ্যে রক্ত সংকট দেখা গেছে। রক্তের প্রয়োজন থাকলেও...

আজ তাঁদের পরিবারের প্রয়োজন ফুরিয়েছে তাই আজ তাঁদের ঠিকানা বৃদ্ধাশ্রম

প্রদীপ মজুমদার,নদীয়া: একসময় ওদেরও ছিল ভরা সংসার, ছিল ছেলে, মেয়ে, পুত্রবধূ ,জামাই,নাতি নাতনি। ভোর থেকে রাত পর্যন্ত ওরা শুনতে পেতেন ছেলেমেয়েদের বাবা,মা...