হীরক মুখোপাধ্যায় (১০ জুন ‘২০):- কোরোনা আবহে ভার্চুয়াল সাধারণ সভার মাধ্যমে এই প্রথম ৪ জন নির্দেশক নিয়োগ করতে চলেছে ‘ভারতীয় স্টেট ব্যাঙ্ক’।
মুম্বইতে অবস্থিত ‘ভারতীয় স্টেট ব্যাঙ্ক’-এর সদর দপ্তর থেকে আজ এক বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে- ‘মিনিস্ট্রি অব কর্পোরেট এফেয়ার্স’ ও ‘সেবী’-র নির্দেশনামা অনুযায়ী, আগামী ১৭ জুন বিকেল ৩ টের সময় ভার্চুয়াল সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এসবিআই এক্ট ও এসবিআই জেনারেল রেগুলেশন ১৯৫৫ অনুসারে এই ভার্চুয়াল সাধারণ সভা থেকে ‘ভারতীয় স্টেট ব্যাঙ্ক’-এর সকল শেয়ার হোল্ডার ও স্টেক হোল্ডার-রা ই-ভোট মাধ্যমে ৫ জন প্রার্থী থেকে ৪ জনকে নির্দেশক হিসেবে চিহ্নিত করতে পারবেন।