33 C
Kolkata
Saturday, March 15, 2025
বিশ্ব বাংলা নিউজজেলাদুরামারির সুজাতা রায়, কন্যা তুমি অনন্যা

দুরামারির সুজাতা রায়, কন্যা তুমি অনন্যা

খাদিমুল ইসলাম,বানারহাট: কন্যা তুমি অনন্যা ৷ মেয়েরা পারে না এমন কিছু বোধহয় এই জগতে নেই ৷ সে আসুক হাজার বাধা ৷ তাকে অতিক্রম করেই এগিয়ে যাওয়ার আরেক নাম নারী ৷ আর সেই মতোই। সর্বভারতীয় মেধা অঙ্কন রত্ন প্রতিযোগিতায় উত্তরবঙ্গ তথা জলপাইগুড়ি জেলার মধ্যে (F) ক্যাটাগরিতে সোনার পদক জিতে প্রথম স্থান দখল করে তাক লাগিয়ে দিলেন দুরামারির সুজাতা রায়,বাবা পরিমল রায়, পেশায় কৃষক ,মা-বাবা সহ সুজাতার পরিবারের রয়েছে
মোট ৫ জন সদস্য। তার দীর্ঘদিনের প্রচেষ্টায় তার সাফল্যে খুশি শিক্ষক শিক্ষিকা থেকে গ্রামের বাসিন্দারা। তবে সুজাতা জানান ভবিষ্যতে আর্ট নিয়ে বড় কিছু করার ইচ্ছা রয়েছে তার । জানা গেছে সর্বভারতীয় ক্রিয়েটিভ কালচার ফাউন্ডেশন নামক সংগঠনটির তত্ত্বাবধানে গত ১লা জুন মাস থেকে ৩১ অক্টোবর ২০২৪ সর্বভারতীয় রাজ্যব্যাপী অংকনরত্ন প্রতিযোগিতা পরীক্ষার আয়োজন করা হয়। এতে জলপাইগুড়ি জেলা সহ বিভিন্ন জায়গা থেকে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন । এরপর গত ২০২৪ এর ডিসেম্বরে অনলাইনের মাধ্যমে ফলাফল প্রকাশিত হয় । আর সেই প্রকাশিত ফলাফলের তালিকায় জলপাইগুড়ি জেলার ২১ জনের নাম উল্লেখ হয় । তার মধ্যে জলপাইগুড়ি জেলার প্রথম স্থান অধিকার করে সুজাতা রায়,সুজাতা ধুপগুড়ি গার্লস কলেজের তৃতীয় সেমিস্টারের ছাত্রী,পড়াশোনার ফাঁকে কয়েক বছর ধরে অংকনের সাথে যুক্ত । তাছাড়াও পড়াশুনা সহ নিজের খরচা চালিয়ে যান মেকআপ আর্টিস্ট এর কাজ করে।

বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন বিশ্ব বাংলা নিউজের ওয়েবসাইট এ।

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
22,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles