খাদিমুল ইসলাম,বানারহাট: জলপাইগুড়ি জেলাতে একেবারে উৎসবের আবহে চলছে দুয়ারে সরকার শিবির। আর সেসব দুয়ারে সরকার শিবির গুলোতেই উপচে পড়া ভিড় উপভোক্তাদের। বেশিরভাগ শিবিরে জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকরা দাঁড়িয়ে থেকে উপভোক্তাদের সব রকমের সহযোগিতা করছেন। বানারহাট ব্লকের শালবাড়ী ১ নং গ্রাম পঞ্চায়েতের গার্ল স্কুল মাঠে দুয়ারে সরকার শিবিরেই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় সেই দুয়ারে সরকার শিবিরেই উপস্থিত ছিলেন বানারহাটের সমষ্টি উন্নয়ন আধিকারিক, যাদব সূর্যভান।
বানারহাট এর দুয়ারের সরকার শিবিরে গিয়ে দিনভর তদারকি করেন বানারহাট সমষ্টি উন্নয়ন আধিকারিক তিনি মাঠে গিয়ে খেতমজুরদের সঙ্গে কথা বলে দুয়ারে সরকার শিবিরে অংশগ্রহণ করতে বলেন। তাছাড়াও গ্রাম পঞ্চায়েতের প্রধান নবীন রায়। তিনি গ্রামের মানুষের সঙ্গে থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে ৩৭ টি সরকারি প্রকল্পের সুবিধা সম্পর্কে বুঝিয়ে আবেদন পত্র জমা করাচ্ছেন। এ ছাড়া জলপাইগুড়ির ধুপগুড়ি ময়নাগুড়ি সহ বেশ কয়েকটি ব্লকে। নবম তম দুয়ারে সরকারে ছিল উপচে পড়া ভিড়।