খাদিমুল ইসলাম,বানারহাট: গাড়িচালক ও পথচারীদের সতর্কতার জন্য ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচি নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পথ দুর্ঘটনার সংখ্যা কমলেও এখনও বাইকচালকদের একাংশের মধ্যে হেলমেট না পরেই বাইক চালানোর প্রবণতা দেখা যায়। এবার তাঁদেরকে সতর্ক করতে উদ্যোগী হল জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ট্রাফিক পুলিশ ও খুদে স্কুল পড়ুয়ারা। এদিন স্কুল পড়ুয়া এবং ধুপগুড়ি ট্রাফিক পুলিশ হেলমেট বিহীন ও গাড়ি চালকদের বলেন।আপনার জন্য আপনার বাড়ির লোক অপেক্ষায় রয়েছে, সর্বদা মাথায় হেলমেট পরে বাইক চালান। গাড়ি চলার সময় হেলমেট বিহীন বাইক চালকদের বার্তা দিল স্কুল পড়ুয়া ও ট্রাফিক পুলিশ। রাজ্যজুড়ে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ এরসচেতনতামূলক প্রচার শুরু হয়েছে। যেখানে পুলিশ সাধারণ মানুষকে পথ নিরাপত্তা সম্পর্কে সচেতন করছেন। আর তা থেকে বিন্দুমাত্র পিছিয়ে নেই জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ট্রাফিক পুলিশ।জলপাইগুড়ি জেলা পুলিশের তরফে সেভ লাইফ সেভ ড্রাইভ সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন ধুপগুড়ি থানার আইসি অরিন্দম ভট্টাচার্য ও ট্রাফিক ওসি বাসন্ত পাকরিন লামা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘মানুষকে পথ নিরাপত্তা সম্পর্কে সচেতন করতে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করা হচ্ছে। পথ নিরাপত্তা নিয়ে অনেকের মধ্যেই এখনও সচেতনতার অভাব রয়েছে। সেই কারণে ছাত্র-ছাত্রীরা ও সাধারণ মানুষকে পথ নিরাপত্তা সম্পর্কে সচেতন করছি।