মোহম্মদ শাহাজাহান আনসারী,বাঁকুড়াঃ বাঁকুড়ার বড়জোড়ায় ২৬শে জানুয়ারি সন্ধ্যা বেলা পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মলয় ঘটকের হাত ধরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো নেতাজি আই হসপিটাল। এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি দ্বারা চক্ষু পরীক্ষা করা হয় এবং অপারেশন করা হয়। হসপিটাল কর্তৃপক্ষ জানান সপ্তাহের প্রতি বুধবার বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হবে এই হসপিটালে। এবং দুস্থ পরিবারের রোগীদের চক্ষু পরীক্ষা করা হবে ও চশমা প্রদান করা হবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের আইন ও সম মন্ত্রী মলয় ঘটক, বড়জোড়া বিধানসভার বিধায়ক অলক মুখার্জি, পঞ্চায়েত সমিতির সভাপতি কাজল পড়েল, বড়জোড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সোমা মন্ডল, ঘুটগোড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গণেশ মণ্ডল, বাঁকুড়া জেলা পরিষদের সদস্য টিংকু মন্ডল ও বাপ্পা সিংহ সহ এলাকার মান্যগণ্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।