খাদিমুল ইসলাম, বানারহাট: প্রজাতন্ত্র দিবস ও স্বারস্বত উৎসব উপলক্ষে ধূপগুড়ি প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত হলো বসন্তে বসে আঁকো প্রতিযোগীতা ও দাবা খেলা প্রতিযোগিতা। এদিন সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে শুরু হয় এদিনের অনুষ্ঠান। ধূপগুড়ি পৌর ফুটবল ময়দান ও গয়েরকাটা পূর্ব গয়েরকাটা এস. ডি প্রাথমিক বিদ্যালয়ের ময়দানে সব বিভাগ মিলে প্রায় ১৪০০ প্রতিযোগী প্রতিযোগিনী বসে আঁকো প্রতিযোগীতায় অংশগ্রহন করে এবং ধূপগুড়ি প্রেস ক্লাব কক্ষে প্রায় ১৪০ সেট দাবাড়ু অংশগ্রহন করেন। ধূপগুড়ি সহ উত্তরবঙ্গের বিভন্ন প্রান্ত থেকে খেলোয়াড়েরা প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। প্রতিবারের ন্যায় এবারও প্রেস ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগামী ১ ফেব্রুয়ারি স্বারস্বত উৎসবের শুভ উদ্বোধন রয়েছে,
প্রায় এক সপ্তাহব্যাপী বিভন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে প্রেস ক্লাবের তফর থেকে। এছাড়াও রয়েছে ওপেন ডবল ক্যারাম প্রতিযোগীতা, নৃত্য প্রতিযোগীতা, স্বেচ্ছায় রক্ত দান শিবির এবং শেষ দিন রয়েছে সা রে গা মা পা র বিশিষ্ঠ শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান।