মহম্মদ শাজাহান আনসারী,বাকুড়াঃ আমাজনের জঙ্গলের অদ্ভুত মাংসভুক উদ্ভিদের দেখা মিলল ছাতনায়। বাঁকুড়ার সোনামুখীর জঙ্গলে সম্প্রতি দেখা মিলেছিল এই বিরল প্রজাতির মাংসভুক উদ্ভিদ সূর্যশিশিরের। এবার ছাতনা দু’নম্বর অঞ্চলের জনার্দনপুর মাটির সৃষ্টি প্রকল্পের জমিতে এই বিরল প্রজাতির উদ্ভিদের দেখা মেলায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।
সাধারণত আমাজনের জঙ্গলে দেখা মেলে এই ছোট্ট, লালচে-গোলাপি রঙের উদ্ভিদের, যা মাত্র ৬ থেকে ৮ ইঞ্চি লম্বা হয়। এই উদ্ভিদ মূলত মাংসাশী। এদের আকর্ষণীয় রঙ ও আঠালো পৃষ্ঠে পোকামাকড় আটকে যায়। পিঁপড়ে, উইপোকা বা ছোট্ট পোকামাকড় গাছের ফাঁদে পড়ে। এরপর গাছটি তাদের গলিয়ে নির্যাস শোষণ করে খাদ্য তৈরি করে।
তবে এ প্রসঙ্গে জনার্দনপুর মাটি সৃষ্টি প্রকল্পের সম্পাদক শংকর চক্রবর্তী বলেন, ‘সরষা লাগানো হচ্ছিল আমাদের এখানে, তখনই নজরে আসে। এই বিরল উদ্ভিদের সংরক্ষণ করা হবে।’ ছাতনা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রোনোমি বিভাগের সহকারী অধ্যাপক ড. অনিতা হাঁসদা বলেন,‘অ্যামাজনের জঙ্গলের যেরকম ক্লাইমেটিক কন্ডিশন রয়েছে, সেই রকম কন্ডিশনের একটা মিল রয়েছে তার জন্যই এই জঙ্গলগুলোতেও সূর্যশিশির আমরা দেখতে পাচ্ছি’।