মোহম্মদ শাজাহান আনসারী,বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার রানী মুকুটমণিপুর আর এই মুকুটমণিপুর ১ তারিখ হোক বা দু তারিখ হোক টানা বেশ কয়েকদিন ধরে চলে ১ তারিখের রেস ১ তারিখে যেমন ভিড় দু তারিখেও তার থেকে কোন অংশে কম নয় আজ বৃহস্পতিবার কাল শুক্রবার শনি রবি এমনিতেই অফিস আদালত ছুটি। তাই এই ভিড় নজর কাড়ার মত। প্রতিদিনই একই চিত্র ধরা পড়ছে বাঁকুড়ার মুকুটমনিপুরে।
সর্ষে পায়ে ভ্রমণ প্রিয় বাঙ্গালী’ সকাল থেকেই বেরিয়ে পড়েছেন বাড়ি থেকে। আর তাদের বড় অংশের অন্যতম ‘ডেস্টিনেশান’ হয়ে উঠেছে বাঁকুড়ার রানী মুকুটমণিপুর। ১ লা জানুয়ারি বাঁকুড়া জেলার পর্যটন কেন্দ্র গুলোতে ভিড় জমেছে। এদিন সকাল থেকেই বাঁকুড়ার রাণী মুকুটমণিপুরে ব্যাপক ভিড় লক্ষ্য করা গিয়েছে। বছরের প্রথম দিনে কেউ এসেছেন পিকনিক করতে, তো আবার কেউ কেউ এসেছেন কংসাবতী জলধারের নীল জলরাশি উপভোগ করতে। ‘বাঁকুড়ার রাণী’ মুকুটমনিপুরে সকাল থেকে হাজির অসংখ্য পরিযায়ী পর্যটক। এখানে জল জঙ্গল আর প্রাকৃতিক সৌন্দর্যের টানে ফি বছর অসংখ্য পর্যটক এখানে ছুটে আসেন। পাশাপাশি মুকুটমণিপুর পর্যটন কেন্দ্রের বিশেষ আকর্ষণ বনপুকুরিয়া হরিণ উদ্যান। হরিণ উদ্যানে পৌঁছে নিজে হাতে হরিণকে খাওয়ানোর আনন্দ হাতছাড়া করতে রাজি হচ্ছেন না কোন পর্যটকই। এখানে এসে জলাধারে নৌকাভ্রমণ না করে ফিরে যাবেন- এমন বেরসিক মানুষ বোধহয় খুঁজে পাওয়া যাবেনা। সবমিলিয়ে নববর্ষের প্রথম দিনে আনন্দোৎসবে মেতেছে মুকুটমনিপুর।