খাদিমুল ইসলাম, ডুয়ার্সঃ লোকালয় থেকে উদ্ধার হল সম্বর প্রজাতির হরিণ। হরিণকে ঘিরে হুলুস্থুল কাণ্ড বানারহাটের কলাবাড়ি চা বাগানে। সূত্রের খবর বৃহস্পতিবার কলাবাড়ি চা বাগানের বান লাইন এলাকাতে হরিণটিকে দেখতে পান চা বাগানের শ্রমিকরা। হরিণ বাগানে ঢোকার খবর নিমেশের মধ্যে ছড়িয়ে পড়ে । হরিণ দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমান ওই এলাকায়। খবর দেওয়া হয় বনদপ্তরকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নাথুয়া রেঞ্জ , ডায়না রেঞ্জ এবং বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীরা। ঘটনা স্থলে পৌঁছে প্রথমে বন কর্মীরা যে জায়গায় হরিণটি ছিল, সেই এলাকাটিতে জাল দিয়ে ঘিরে ফেলেন। যাতে কোনোভাবে হরিণ টি পালিয়ে যেতে না পারে বা কোন ভাবে মানুষের ক্ষোভের মুখে পড়ে মারা না যায়। প্রায় এক ঘন্টা বেশি সময় চেষ্টা চালিয়ে সেই হরিণটিকে জাল বন্দি করা হয়। এরপর উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মরাঘাট জঙ্গলে। সেখানেই হরিণটিকে ছাড়া হয়। বনকর্মীদের অনুমান সম্বর প্রজাতির হরিণ টি সম্ভবত নাথুয়া হাট জঙ্গল অথবা মরাঘাট রেঞ্জের জঙ্গল থেকে বেরিয়ে থাকতে পারে। হরিণটি উদ্ধারের পর সেটি সুস্থ থাকায় জঙ্গলের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বন কর্মীরা।
ডায়ানা রেঞ্জের রেঞ্জার অশেষ পাল বলেন, “কলাবাড়ি চা বাগানে শ্রমিকরা একটি সম্বর প্রজাতির হরিণকে দেখতে পায়। বাগানের তরফে আমাদের খবর দেওয়া হয়।নাথুয়া রেঞ্জ বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কট এবং আমরা সেখানে গিয়ে সেই হরিণটিকে উদ্ধার করি। হরিণটি সুস্থ থাকায় মরারঘাট জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে বনদপ্তর সূত্রে খবর।