খাদিমুল ইসলাম, আলিপুরদুয়ার: তিলে তিলে জমানো টাকা দিয়ে মোবাইল কেনার পর সেই মোবাইল হারিয়ে কেউ কেউ হালই ছেড়ে দিয়েছিলেন। তো কাউকে আবার মোবাইল হারিয়ে যাওয়ায় সর্বস্বান্ত হতে হয়েছে ।শুধু তাই নয়, মোবাইলে থাকা অনেক ব্যবসায়িক গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে ব্যবসায় ক্ষতির সম্মুখীনও হচ্ছিলেন অনেকে। প্রযুক্তি ও কর্মদক্ষতার জোরে তাঁদের সেই মুশকিল আসান করল আলিপুরদুয়ার জেলা পুলিশ বিভিন্ন জায়গা থেকে চুরি যাওয়া ২৩ টি মোবাইল উদ্ধার করে তাদের আসল মালিকের হাতে ফিরিয়ে দিল পুলিশ।অনেকেই যখন মোবাইল ফিরে পাওয়ার আসা একপ্রকার ছেড়েই দিয়েছিলেন তখন জেলা পুলিশের কাছে করা একটা জিডি-র সাহায্যে সেই সমস্ত মোবাইল ফিরে পেলেন তাঁরা। প্রযুক্তি ও কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে অভিযোগের তদন্তে নেমে পড়ে বীরপাড়া থানা
যে সকল হারিয়ে ও চুরি যাওয়া মোবাইল উদ্ধার হয় সেই সমস্ত মোবাইল “একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল জলপাইগুড়ি জেলার বীরপাড়া থানার পুলিশ
বুধবার সকালে বীরপাড়া থানায়। আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীরপাড়া থানার ওসি শ্রী নয়ন দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। যদিও এহেনু পুলিশের উদ্যোগে খুশি হারিয়ে যাওয়া প্রকৃত মোবাইল মালিকরা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। প্রকৃত মোবাইল মালিকেরা