খাদিমুল ইসলাম,বানারহাট: জঙ্গল লাগোয়া চানাডিপা এলাকায় বিপদজনক ভাবে রয়েছে আইসিডিএস সেন্টার বিগত বেশ কিছু মাস আগেই হাতির তাণ্ডবে ভেঙ্গে গিয়েছে আইসিডিএস সেন্টারের জাল্লা দরজা থেকে শুরু করে ঘরের ওয়াল। আর সেই আইসিডিএস সেন্টারে ই ছোট ছোট বাচ্চাদের জীবনের ঝুঁকি নিয়েই পড়তে হচ্ছে পঠন-পাঠন। যদিও আইসিডিএস সেন্টারে নেই পানীয় জলের ব্যবস্থা নেই কোন বিদ্যুতের পরিষেবা। তাই একপ্রকার বাধ্য হয়েই বিপদজনক ভাবেই আইসিডিএসএ পঠন-পাঠন করতে পাঠিয়ে দিচ্ছেন বাচ্চাদের অভিভাবকরা। এই ঘটনা বানারহাট ব্লকের শালবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের চানাডিপা ১৫৭ নাম্বার আইসিডিএস সেন্টারের। সূত্রের খবর বিগত বেশ কিছু মাস আগেই খাবারের সন্ধানে খট্টিমারি জঙ্গল থেকে দুইটি দলছুট দাতাল এসে হামলা চালিয়ে আইসিডিএস সেন্টারের জাল্লা দরজা দেওয়াল ভেঙ্গে দিয়ে চাল ডাল সহ বিভিন্ন সামগ্রী সাভার করে নিয়ে যায় তখন থেকে এই আইসিডিএস সেন্টার ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে। এখনো পর্যন্ত আইসিডিএস সেন্টার এর হাল ফেরাতে কোন পদক্ষেপে গ্রহণ করেনি প্রশাসন। এমনটাই অভিযোগ এলাকাবাসী থেকে শুরু করে কর্তব্যরত আইসিডিএস সেন্টারের কর্মীদের। যদিও এই আইসিডিএস সেন্টারের পড়ুয়াদের সংখ্যা ৮৪ গর্ভবতী মহিলা রয়েছেন ১৯ জন। রয়েছেন একজন হেলপার ও একজন ওয়ার্কার। সকলে চাচ্ছেন দ্রুত প্রশাসন এই আইসিডিএস সেন্টারের হাল ফেরাতে উদ্যোগী হোক প্রশাসন।