খাদিমুল ইসলাম,নাগরাকাটা: পরিযায়ী শ্রমিকের কাজে কেরালায় গিয়ে নিখোঁজ জলপাইগুড়ি জেলার নাগরা কাটারসাদ্দাম হোসেন(৩৫)। আড়াই মাস ধরে নিখোঁজ তিনি। পরিবারের সদস্যরা ছোটাছুটি করে, পুলিশের দারস্থ হয়েও খোঁজ মেলেনি। স্বামীর খোঁজ না পেয়ে দুই নাবালক সন্তানকে নিয়ে আকুল পাথারে পড়েছেন স্ত্রী। স্বামীর খোঁজে পুলিশের দারস্থ হয়েছেন, কিন্তু তাঁরাও কোনও সন্ধান দিতে পারেননি। শ্রমিক সরবরাহকারী ঠিকা সংস্থা জানিয়েছে সাদ্দাম নিজেই অন্য জায়গায় চলে গিয়েছে কাজের সন্ধানে। জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের খয়েরবাড়ি এলাকায় বাড়ি নিখোঁজ সাদ্দাম হোসেনের। তাঁর বাড়িতে আছে- স্ত্রী সহ দুই নাবালক সন্তান। এছাড়াও বৃদ্ধ বাবা আছেন। মূলত সঞ্জয়ের উপার্জনেই গোটা সংসার চলত। তিনি নিখোঁজ হয়ে যাওয়ায় গোটা পরিবারের উপার্জন কার্যত বন্ধ হয়ে গিয়েছে। ওই নিখোঁজ শ্রমিকের পরিবারের দাবি, গত চার মাস আগেই টাকার সংকট দেখায় সাদ্দাম পাড়ি দেয় ভিন রাজ্যে টাকা উপার্জন করতে আর তারপর থেকেই তিনি নিখোঁজ।