নিজস্ব প্রতিনিধি, শাসন: সংসদে বাবাসাহেব আম্বেদকরকে অপমানজনক মন্তব্যের প্রতিবাদে আজ রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল সংঘটিত হয়। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বারাসাত ব্লক ২ এর অন্তর্গত ফলতি বেলেঘাটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেদী হাসান ও উপ প্রধান নজিবুর রহমানের উদ্যোগে বেলিয়াঘাটা ব্রিজ থেকে কাঁচ কল মোড় পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে দীর্ঘ পাঁচ কিলোমিটার পায়ে হেঁটে সংগঠিত হয় প্রতিবাদ ধিক্কার মিছিল। উক্ত মিছিলে উপস্থিত ছিলেন, ফোরজি বেড়িয়া ঘাটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেদী হাসান, পঞ্চায়েতের প্রধান রাখী মন্ডল, উপপ্রধান নজিবুর রহমান, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য সাবিনা খাতুন, তৃণমূল নেতা রেজাউল করিম ঝন্টু, নন্দ গোপাল মন্ডল সহ পঞ্চায়েতের বিভিন্ন সদস্য সদস্যা, তৃণমূল নেতৃত্বরা। উক্ত মিছিল থেকে তৃণমূল কংগ্রেস কর্মীরা দাবি তোলেন অবিলম্বে অমিত শাহ কে এই মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। পাশাপাশি তার পদত্যাগের দাবিও জানান তারা। এই জন্য আগামী দিনে তৃণমূল কংগ্রেসের লড়াই চলবে এমনটাই জানান ফলতি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেদী হাসান। এই দিনের প্রতিবাদ মিছিলে হাজার হাজার মানুষ ও দলীয় কর্মীরা অংশগ্রহণ করেন এবং উক্ত প্রতিবাদ মিছিলে মহিলাদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।