খদিমুল ইসলাম,বানারহাটঃ প্রাথমিক বিদ্যালয় এর জঙ্গলের অধরে পড়ে মানুষের কঙ্কাল,খবর চাউর হতেই ভিড় জমালো প্রচুর মানুষ,আতঙ্কিত এলাকাবাসী সহ খুদে পড়ুয়ারা। প্রথমিক স্কুলের জঙ্গলের অধরে পড়ে রয়েছে মানুষের মাথার খুলি, হাড়গোড়,চুল ইত্যাদি।সোমবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো ধূপগুড়ি থানার অন্তর্গত সাকোয়াঝোরা-১ গ্রাম পঞ্চায়েতের হাসাপাতাল সংলগ্ন গিল্ড মিশন স্কুল এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় সকালে স্থানীয় এক ব্যাক্তি কোনো কারণে জঙ্গলে গিয়ে ঐ কঙ্কাল পড়ে থাকতে দেখে বেশ কয়েক জন কে জানালে খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায়, পরবর্তীতে ধূপগুড়ি এসডিপিও,ধূপগুড়ি থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। তদন্তের পর পড়ে থাকা কঙ্কাল ও হাড়গোড় গুলি উদ্ধার করে নিয়ে যায় ধূপগুড়ি থানার পুলিশ।তবে কোথা থেকে কিভাবে ঐ কঙ্কাল এই জঙ্গলে এল তা তদন্তে করছে পুলিশ। সুত্রের খবর এই স্কুলের পাশেই বছর খানেক আগে এক মানসিক ভারসাম্যহীন কে হাতিতে মেরেছিল,ফের একবার কঙ্কালের আতঙ্ক।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক অনিমেষ বাবু জানিয়েছেন।চা বাগান লোগোয়া এই স্কুলের বারং বার বিভিন্ন ধরনের আতঙ্কে পড়ুয়াদের খুব সমস্যায় পড়তে হচ্ছে।আমরা চাই দ্রুত সীমানা প্রাচীর নির্মাণ হোক।