İstanbul escort bayan Adana Escort bayan

25 C
Kolkata
Monday, January 20, 2025
বিশ্ব বাংলা নিউজজেলা৩০ টাকা বেতনে মোবাইল রিপেয়ারিংয়ের দোকানে কাজ করা গ্রামের ছেলেটি আজকে সফল ইউটিউবার

৩০ টাকা বেতনে মোবাইল রিপেয়ারিংয়ের দোকানে কাজ করা গ্রামের ছেলেটি আজকে সফল ইউটিউবার

জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুর: একদা গ্রামের সরল সাদাসিদে ও ৩০ টাকা দৈনিক বেতনে মোবাইল রিপেয়ারিংয়ের কাজ করা ছেলেটি আজ উত্তরবঙ্গ সহ পুরো রাজ্যের সফলতম ইউটিউবার। এবং সেই ইউটিউবের উপার্জিত টাকায় তার দ্বারা মোট ১০০টি পরিবারের পেট চলে। আজ একটি গ্রামের সাদাসিদে ছেলের গল্প শোনা যাক। ছেলেটির নাম গোলাম রাব্বানী,বাবা পেশায় একজন সবজি বিক্রেতা, তাই ছোট থেকে সংসারে অভাব লেগেই ছিল। এদিকে বাবার সাথে সাথে সংসারের হাল ধরতে খুব অল্প বয়সে স্থানীয় একটি মোবাইল রিপেয়ারিং এর দোকানে মাত্র ৩০ টাকার দিন চুক্তি হিসাবে কাজ করতো সে, বাড়ি তার উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত সিওল কানাহার গ্রামে। রাস্তার ধারেই এক চিলতে বাড়িতে ঠাঁই ছিল তাদের। এরপরই গোলাম রাব্বানীর মাথায় আসে ইউটিউবে কিছু করে যদি নিজেকে সামনের দিকে অগ্রসর করা যায়। যেমনি ভাবা তেমনি কাজ তবে এই সফলতার কাজের পথটি মোটেও মসৃণ ছিল না। নানান ঘাট প্রতিঘাত চড়াই-উতরায় পার করে এসে বর্তমানে সে উত্তরবঙ্গ সহ সমগ্র রাজ্যের একজন সফল ইউটিউবার। “মাই ফ্যামিলি” নামে একটি তার ইউটিউব চ্যানেল রয়েছে। যেখানে ৩৬৫ দিনে প্রায় শতাধিক কলা কুশলীরা অভিনয় ও কাজ করেন। গোলাম রাব্বানীর কমেডি ভিডিওর ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইবার প্রচুর যা ৮ থেকে ৮০ সকলেরই রোজকার আনন্দের খোরাক। জানা গেছে, সফল ইউটিউবার গোলাম রব্বানীর ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি সিলভার প্লে বাটন দুটি গোল্ডেন প্লে বাটন সহ একটি ডায়মন্ড প্লে বাটন আছে যা উত্তরবঙ্গের কোন ইউটিউবারের কাছে নেই বলে জানা গেছে। রোজ তার কমেডি ভিডিওর শুটিংয়ের জন্য মোট নিজের কেনা পাঁচটি স্পট রয়েছে যেখানে রোজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জোরদার শুটিংয়ের কর্মব্যস্ততা থাকে। শুটিংয়ের ব্যবহৃত প্রত্যেকটি জিনিস যেমন প্লপ্স অন্যান্য মেকআপ ক্যামেরাম্যান সবকিছুই ইউটিউবের টাকায়। বর্তমানে গোলাম রব্বানীর নিজের প্রায় ২৫ টি গাড়ি রয়েছে। পাশাপাশি এক একর জমির উপর মাই ফ্যামিলি নাম দিয়ে একটি প্রোডাকশন হাউস তৈরি করেছে যেখানে শুটিং জিম সহ এডিটিং এর অফিস রয়েছে যা প্রায় আনুমানিক ৫ কোটি টাকা দিয়ে তৈরি করা হয়েছে। এবং সত্যিই তা অবাক করার মত একসময় নুন আনতে পান্তা পুরনো পরিবারের একটি ছোট্ট গ্রাম থেকে উঠে আসা ওই ছোট্ট গোলাম রাব্বানী আজ উত্তরবঙ্গ সহ পুরো রাজ্যের সফলতম ইউটিউবার। এ বিষয়ে সফল ইউটিউবার গোলাম রাব্বানী জানান, ” আমার এই সফলতার পথটি মোটেও মসৃণ ছিল না। বহু ঘাত প্রতিঘাত চড়াই উদয় পার করে এসে আজকে শত কষ্টের চেষ্টা সফল হয়েছে। আমার এখানে যারা অভিনয় করেন বা অন্যান্য কলা কুশলীরা রয়েছে আমি কাউকেই আমার স্টাফ হিসেবে মানি না এরা প্রত্যেকে আমার পরিবারের সদস্য তাই আমার চ্যানেলের নাম মাই ফ্যামিলি, এবং সেই কারণেই এদের সাথে আমি পরিবারের সদস্যের মতো ব্যবহার করি এবং মিশি। আমার এখানে অভিনয় করার প্রচুর কলা কুশলীরা একসময় বাইরে দিল্লি মুম্বাই কেরলে কাজ করতো কিন্তু বর্তমানে তারা ওই সব কিছু কর্ম ছেড়ে দিয়ে এসে প্রায় পাঁচ বছর ছয় বছর ধরে আমার এখানেই অভিনয় করছেন বিভিন্ন কাজ করছেন এবং আমার চ্যানেলকে আরো অগ্রসর করছেন তাদের দক্ষ অভিনয়ের মধ্য দিয়ে। এবং সেই হাসির ভিডিও দেখেই মানুষ আমাদের পছন্দ করেন। আজ সত্যি বলতে বাধা নেই এই ইউটিউবের উপার্জিত টাকাতে আমিসহ এখানকার প্রায় শতাধিক কলা কুশলীদের সংসার চলে। আগামী দিনে আরো অনেক বড় বড় স্বপ্ন রয়েছে, আমার মাই ফ্যামিলি চ্যানেল ও আমার এই সদস্য কলাকুশলীদেরকে নিয়ে আমি আরো সামনের দিকে অগ্রসর হতে চাই”। সর্বশেষে বলায় বাহুল্য মানুষের চেষ্টা কখনো বিফলে যায় না তবে ধৈর্য ধরতে হয় সে কথায় সত্যি করল উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত ছোট্ট একটি গ্রাম সিওল কানাহারের সফলতম ইউটিউবার গোলাম রাব্বানী।

বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন বিশ্ব বাংলা নিউজের ওয়েবসাইট এ।

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
22,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles