İstanbul escort bayan Adana Escort bayan

25 C
Kolkata
Monday, January 20, 2025
বিশ্ব বাংলা নিউজকলকাতামুদ্রার উৎসবে এবার নজর কারা জিনিস

মুদ্রার উৎসবে এবার নজর কারা জিনিস

সুদীপ্ত ঘোষ,কলকাতা:- প্রতিবারের মতন এ বছরও নিউমিসমেটিক সোসাইটি অফ ক্যালকাটা আয়োজন করতে চলেছে মুদ্রা উৎসব ২০২৪। এভাবে অনুষ্ঠানটি হবে বালিগঞ্জের হলদিরামের সেমিনার হলে আগামী ২০ থেকে ২২-শে ডিসেম্বর পর্যন্ত। এই মুদ্রা পরিষদের সেক্রেটারি শ্রী রবি শংকর শর্মা কথা অনুযায়ী জানা যায় যে ভারতীয় মুদ্রা এমন জিনিস যা দিয়ে ইতিহাস কথা বলে এবং সেই ইতিহাসকে ধরে রাখা এবং বহন করার কাজ করে চলেছে এই সোসাইটি সমস্ত সংগ্রহকরা। এবছর যেমন ভারতীয় মুদ্রায় বিবর্তন এর ওপর প্রদর্শনী থাকবে তাছাড়াও ১৮৩৫ খ্রিস্টাব্দ থেকে ২০২৪ খ্রিস্টাব্দ পর্যন্ত যন্ত্র দ্বারা সমস্ত মুদ্রায় যে বানানো হয় তারও একটি বিবর্তন থাকবে। এমনই জিনিসের ওপর প্রদর্শনী করবেন প্রেম কুমার। এছাড়াও সেই সময়ের সমস্ত স্টেট কয়েন এর ওপর প্রদর্শন করবেন তপন কুমারশীল এবং কলকাতার ট্যাকশাল-এর ইতিহাস মুদ্রা দ্বারা ও ভারতীয় মুদ্রা যেগুলি বিদেশ থেকে মুদ্রিত হয়েছিল তার ওপর একটি বিশেষ প্রদর্শনী প্রদর্শন করবেন সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। ব্রিটিশ সময়ের মুদ্রা ও টোকেনের উপর অংশগ্রহণ করছেন সৌভিক মজুমদার এবং বিশ্বের সমস্ত নামই লোকেদের ওপর যে সমস্ত ব্যাংক নোট বার হয়েছে তার উপরে প্রদর্শনী করবেন প্রবাদ প্রতিম সংগ্রাহক শ্রী অনিন্দ্য কর। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের থেকে আজ অবধি বহু বিজোড় মূল্যের ব্যাংকনোট বার হয়েছে। তারই একটি বিশেষ প্রদর্শন করবেন শ্রীদেব কুমার পাল এবং সেখানে ফিজির সাত ডলার থেকে শুরু করে সৌদি আরবে ২২ রিয়ালের বিশেষ ব্যাংক নোটগুলি প্রদর্শনীতে থাকবে। আমরা বাঙালিরা আমাদের ভাগ্য রাশিফল এর ওপর নির্ভর করে হয়তো দিন শুরু করি এবং সেই রাশিফল বিভিন্ন ধরনের হয়। একটি যেমন চন্দ্রের ওপর নির্ভরযোগ্য আরেকটি সূর্যের ওপর। ঠিক তেমনি ভাবে চীনা রাশিফল উপর ম্যাকাও থেকে যে সমস্ত নোটগুলি বেড়িয়েছিল তারই একটি প্রদর্শনী তুলে ধরবেন কলকাতার সংগ্রাহক শ্রী ঋদ্ধি ভট্টাচার্য। এছাড়াও এই তিন দিন ব্যাপী অনুষ্ঠানে থাকছে প্রাচীন মুদ্রা ও দুষ্প্রাপ্য মুদ্রা নিলাম এবং সেমিনার।

বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন বিশ্ব বাংলা নিউজের ওয়েবসাইট এ।

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
22,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles