মোহাম্মদ শাজাহান আনসারী,বাঁকুড়াঃ বাঁকুড়া জেলা পুলিশের ৪৯ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা শুরু হলো। সোমবার জেলা পুলিশ লাইনে দু’দিনের এই প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া রেঞ্জের আই.জি শীষরাম ঝাঝারিয়া, পুলিশ সুপার বৈভব তিওয়ারী সহ অন্যান্যরা। জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারী এদিন বলেন, এই প্রতিযোগীতায় সর্বস্তরের পুলিশ আধিকারিক, পুলিশ কর্মীদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যরা ও সাংবাদিক বন্ধুরাও অংশগ্রহণ করবেন। সুস্থ থাকতে এই ধরণের প্রতিযোগীতার ভীষণ প্রয়োজন, আর সেই কাজটাই জেলা পুলিশ করে থাকে বলে তিনি জানান।