খাদিমুল ইসলাম,নাগরাকাটা: চা বাগানের মধ্যে দিয়ে যাওয়া হাতির করিডরে ব্লেডযুক্ত তারের বেড়া দিয়ে ঘেরার উপরে রয়েছে নিষেধাজ্ঞা তবুও কিছু অসাধু ব্যক্তি, ব্লেট তার দিয়ে জমির সীমানা ঘেরায় ব্যবহার করছেন ব্লেড তার। আর তাতেই পেরতে গিয়ে জখম হচ্ছে হাতির শাবক থেকে অন্যান্য বন্যপ্রাণীরা। যদিও চা তেজপাত বাগান কর্তৃপক্ষ এ বিষয়ে নিজেদের দায় উড়িয়ে দিচ্ছেন। ঘটনাটি নাগরাকাটা ব্লকের সুলকাপাড়া গ্রাম পঞ্চায়েতের সাততুন্ডু এলাকায়। যদিও ব্লেড তার দিয়ে বাগান ঘেরায় সেখান দিয়ে যেতে গিয়ে আহত হচ্ছে হাতির দল। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পরিবেশ প্রেমী সংগঠনগুলি। তারা জানান “এরকম ব্লেড তারের বেড়া দেওয়া অনুচিত। এতে শুধু বনের পশুপাখি আহত হয় তাইই নয়, গবাদি পশুও ক্ষতিগ্রস্ত হয়। গবাদি পশুর চিকিৎসা সম্ভব হলেও বনের হাতি, চিতাবাঘ কিংবা বাইসনের চিকিৎসা হয় না। ওরা জখম অবস্থাতেই ঘুরে বেড়ায়। পরে সেপ্টিক হয়ে মারা যায়। অবিলম্বে এসব সরিয়ে নেওয়া উচিত।”
যদিও এই বিষয় ডায়না রেঞ্জের রেঞ্জার আশেশ পাল” জানান বনদপ্তরের তরফ থেকে সম্পূর্ণ নিষেধাকা রয়েছে যে জঙ্গল লাগোয়া এলাকায় এবং হাতির করিডরে ব্লেট তার লাগানো সম্পূর্ণ বেআইনি। তবে ওই এলাকায় ব্লেট তার লাগানো হয়েছে সেটা আপনাদের মাধ্যমে জানতে পেলাম তবে আমরা তৎপরতার সঙ্গে কাল গিয়ে জমিদাতার সঙ্গে কথা বলে লিখিত আকারে জানাবো যদি উনারা বেআইনি ব্লেট তার ব্যবহারিত না করে।