খাদিমুল ইসলাম, ডুয়ার্স:বেহাল এবং ভগ্নদশায় পড়ে রয়েছে ডুয়ার্সের ফালাকাটার কুঞ্জনগর ইকো পার্ক। বিগত কয়েক বছর আগেই ডুয়ার্সের পরিচিত আগে কুঞ্জনগর ইকো পার্ক থেকে বন্যপ্রাণীদের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি বেঙ্গল সাফারিতে।
তারপর থেকে একই একই পর্যটকদের আনাগোনা কমতেই থাকে। তারপর থেকেই সম্পূর্ণরুপে বন্ধ হয়ে যায় ইকো পার্কের মূল দরজা। বর্তমানে পর্যটকদের পার্কের ভেতরে চোখে পড়ার মতো কিছু নেই , আছে শুধু প্রবেশ মূল্যের জন্য টিকেট কাউন্টার ঘর। সরকারি বোর্ড, ওয়াচ টাওয়ার আর অপরিচ্ছন্ন বিশ্রামাগার। প্রশাসনিক সূত্রে খবর, চিলড্রেন পার্ক খোলা হবে এখানে। ডিসেম্বর থেকে জানুয়ারী মাস পর্যন্ত এখানে পিকনিক খেতে আসেন বহু মানুষ তাদের জন্য খোলা থাকবে পিকনিক স্পট।বামফ্রন্ট সরকারের আমলে তৎকালীন বনমন্ত্রী যোগেশ বর্মনের হাত ধরে কুঞ্জনগর ইকো পার্ক গড়ে ওঠে। দেশ বিদেশের বহু পর্যটক এখানে আসত। বেসরকারি রিসোর্ট ছিল এখানে। একটি চিট ফান্ড কোম্পানীর অধীনে থাকায় সেই রিসোর্টটিও বন্ধ হয়ে যায়।
এখন হতশ্রী অবস্থা কুঞ্জনগরের।