খাদিমুল ইসলাম, বানারহাট: চারিদিকে সবুজে ঘেরা গ্রাম। যেদিকেই চোখ যায় মিঠু মিঠু পথ। আর এই গ্রামের মধ্যেই মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে একটি প্রাথমিক স্কুল। জীবনের শুরুর মেন ভিত্তি হল স্কুল। আর সেখানেই স্কুল শিক্ষক – শিক্ষিকার সঙ্গে পড়ুয়াদের গড়ে ওঠে এক মধুর সু সম্পর্ক। বানারহাটের চানাডিপা জঙ্গল লাগুয়া এলাকায় রয়েছে চানাডিপা এক্রামিয়া শিক্ষা কেন্দ্র এখন ওই ইস্কুল অস্তিত্ব সংকটে , স্কুলে নেই সীমানা প্রাচীন, নেই কোন বিশুদ্ধ পানীয় জলের পরিষেবা, নেই কোন মিড ডে মিল এর রান্নাঘর। স্কুলে পড়ুয়ারা থাকলেও শুধু দুইজন শিক্ষকদের দিয়ে চালাতে হচ্ছে স্কুল। এক সময় এই স্কুল পড়ুয়াদের কলা হলে মুখরিত হয়ে থাকতো শিক্ষকদের সঙ্গে পড়ুয়াদের। একসময় শিক্ষকদের সঙ্গে স্কুল পড়ুয়াদের এক মধুর সম্পর্ক গড়ে উঠেছিল। পড়াশুনাও চলত জোর কদমে এখন সেসব আর অতীত। জানা গেছে দীর্ঘ প্রায় পাঁচ থেকে ছয় বছর আগে চানাডিপা এক্রামিয়া শিক্ষা কেন্দ্রে দীর্ঘদিন যাবত দুইজন শিক্ষক এই পঠন পাঠন করাচ্ছে। স্কুলে নতুন করে কোন শিক্ষক নিয়োগ করা হয়নি। তাই পড়ুয়াদের অভিভাবকরা ওই স্কুলের বাচ্চাদের ভর্তি করে ও দিচ্ছেন না। তাই আর এই ইস্কুল সংকটের মধ্যে।