খাদিমুল ইসলাম,বানারহাট: এবার নারী সুরক্ষায় বিশেষ উদ্যোগ নিল রাজ্য পুলিশ। আলিপুরদুয়ার জেলার – বীরপাড়া থানায় পুলিশের উদ্যোগে নেওয়া হলো বিশেষ পদক্ষেপ। উদ্দেশ্য, প্রত্যন্ত এলাকার অলিগলিতে দ্রুত পৌঁছে গিয়ে, আরও তৎপর হয়ে মহিলাদের সুরক্ষা প্রদান করা।
গত কয়েক মাসে মহিলাদের সঙ্গে ঘটে যাওয়া কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে নারী সুরক্ষায় আরও তৎপর হয়েছে জেলা পুলিশ৷ ইতিমধ্যেই বীরপাড়া পুলিশের পক্ষ থেকে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। মহিলাদের সুরক্ষার জন্য বিভিন্ন এলাকায় মহিলা পুলিশ নিয়ে তৈরি উইনার্স বাহিনী গ্রিন সাইকেল টিম ইতিমধ্যে শহরে টহল দেওয়া শুরু করেছে। শুধু তাই নয়, বীরপাড়া এলাকার প্রত্যন্ত অঞ্চলগুলোতে যাতে আরও ভালভাবে মহিলাদের সুরক্ষার ব্যবস্থা করা যায় সেই উদ্দেশ্য নিয়েই চালু হয়েছে মহিলা পুলিশ বাহিনীর গ্রিন সাইকেল টিম। আপাতত বীরপাড়া থানার ১০ জন মহিলা সদস্য সাইকেলে করে প্রত্যন্ত এলাকাগুলোতে নজর রাখবেন, টহল দেবেন। এছাড়া, গ্রিন সাইকেল পুলিশ বাহিনী চালু হয়ে যাওয়ার ফলে শহরতলির অলিগলিতে পুলিশের নজরদারি আরও বাড়বে। মহিলারা বা সাধারণ মানুষ বিপদে পড়লে তৎক্ষণাৎ পুলিশের সাহায্য চাইতে পারবেন।