খাদিমুল ইসলাম,বানারহাট:- বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকারে অনগ্রসর কল্যাণ বিভাগ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে, বানারহাট সমষ্টি উন্নয়ন আধিকারীক করণের সহযোগিতায় “জয় জোহার মেলা ২০২৪”এর শুভ উদ্বোধন হল। বানারহাট ব্লকের ডায়না চা বাগানের ফুটবল মাঠে এদিন মেলার উদ্বোধন করা হয়। এই মেলা শুক্রবার পর্যন্ত চলবে। এদিন মেলায় আদিবাসীদের বিভিন্ন কৃষ্টি ও সংস্কৃতি কে তুলে ধরার পাশাপাশি বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া এদিনের মঞ্চে বিভিন্ন ক্ষেত্রে সরকারি সুযোগ সুবিধা প্রদান করা হয়। এদিন মেলায় বানারহাটের বিভিন্ন চা বাগান সহ অত্র এলাকার মানুষ ভিড় জমান। এদিনের উদ্বোধনী মেলায় উপস্থিত ছিলেন ধুপগুড়ি বিধান সভার বিধায়ক ড. নির্মল চন্দ্র রায়,মহকুমা শাসক শ্রীমতী পুষ্পা দোলমা লেপচা, জলপাইগুড়ি জেলা পরিষদের সহকারী সভাধিপতি সীমা চৌধুরী, বানারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি সুমন্তী মুন্ডা, ডায়না চা বাগানের ম্যানেজার অমিত ব্যানার্জী সহ অনান্য বিশিষ্টরা।