খাদিমুল ইসলাম,বানারহাট: জীবোদ্দশায় নিজের নামে প্রতিষ্ঠান দেখবার সুযোগ কয়’জনের হয়? হ্যাঁ, নিজে তৈরি করে নিজের নাম দিলেই তো হয়ে গেল! না, তা নয় ,একটা শিক্ষাপ্রতিষ্ঠানে তাঁর অবদানের স্বীকৃতি স্বরূপ এমন বিরল সম্মান ইতিপূর্বে লাভ করেছেন শালবাড়ি হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ড. কৃষ্ণ চন্দ্র দেব। কৃষ্ণদেব নামেই তিনি পরিচিত। স্কুলের কন্যাশ্রী মিউজিয়ামটির নামকরণ করা হয়েছে তাঁর নামেই। পেয়েছেন ডুয়ার্স রত্ন সম্মান। এবার আন্তর্জাতিক পুরুষ দিবসে পেলেন ২০২৪ সালের ‘ বঙ্গ শ্রেষ্ঠ পুরুষ সম্মান’। রাজ্যজুড়ে পুরুষ অধিকার নিয়ে কাজ করা সংগঠন অভিযান ওয়েলফেয়ার ট্রাস্ট এবং ‘পুরুষকথা’ পত্রিকা এবছর শ্রেষ্ঠ পুরুষ সম্মানের জন্য যে কয়েকজনকে বেছে নিয়েছে, তার মধ্যে অন্যতম তিনি। অভিযান ওয়েলফেয়ার ট্রাস্ট এবং পুরুষ কথা পত্রিকার তরফ থেকে ১৯ নভেম্বর দুপুরে কলকাতা প্রেসক্লাবের অডিটোরিয়ামের মঞ্চ থেকে তাঁর হাতে এই সম্মান তুলে দেওয়া হয়। লাইফ টাইম অ্যাচিভমেন্ট হিসেবে তিনি এই সম্মান পাচ্ছেন। উল্লেখ্য ড. কৃষ্ণ দেব গত ২৯ বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে একটি পাক্ষিক সংবাদপত্র সম্পাদনা করে আসছেন। শিক্ষক হিসেবে যেমন মানুষ গড়ার কারিগর ছিলেন, পাশাপাশি তিনি সাংবাদিক গড়ার কারিগর ও বটেন! কারণ তার হাত ধরেই উত্তরবঙ্গে বহু সাংবাদিক তৈরি হয়েছেন।
ব্যক্তিগত উদ্যোগে তাঁর বাড়ি সুকৃতিভবনে একটি সংগ্রহালয় গড়ে তুলেছেন তাঁর প্রয়াত পিতা যামিনী কুমার দেবের নামে। অত্যন্ত সমৃদ্ধ এই সংগ্রহালয়ে মজুদ রয়েছে বহু দ্রষ্টব্য। দর্শকদের পাশাপাশি যা গবেষকদের গবেষণায় সহায়ক হতে পারে। রয়েছে মুদ্রা সংগ্রহের বিপুল সম্ভার, যার কারনে ‘মুদ্রা রাক্ষস ‘নামেও তিনি অভিহিত হয়েছেন। যুক্ত থাকেন নানা হিতকারী কাজে।
তাঁর এই সমস্ত কাজের মূল্যায়নের নিরিখেই তাঁকে এ বছরের ‘বঙ্গ শ্রেষ্ঠ পুরুষ’ সম্মানন দেওয়া হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুষ কথা পত্রিকার সম্পাদক দেবাংশু ভট্টাচার্য, অভিযান ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক গৌরব রায়, কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সহ বিশিষ্টজনেরা।