জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুর:ন্যায্য মজুরির দাবিতে বিক্ষোভ বিড়ি শ্রমিকদের। শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির নেতৃত্বে হিলি ব্লকের কর্মরত বিড়ি শ্রমিকরা বিডিও অফিসে গিয়ে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন দেন। বিক্ষোভকারীদের অভিযোগ বিড়ির মজুরি ১৭০ টাকা করে হলেও তাঁদের তা দেওয়া হচ্ছে না। তাদের আরো অভিযোগ সরকারি নিয়মে মজুরি দেওয়ার নিয়ম থাকলেও মালিক শ্রমিকের মাঝে কেউ তা মেরে দিচ্ছে। অবিলম্বে দালালচক্র বন্ধ করে ন্যায্য মজুরি প্রদানের দাবিতে ডেপুটেশনও দিয়েছেন তাঁরা।