খাদিমুল ইসলাম,ডুয়ার্স: পাচারের আগেই ভেস্তে গেল ছক! বেশ কিছু শাল কাঠ উদ্ধার করল বনকর্মীরা। সোমবার দুপুরে জলপাইগুড়ির মরাঘাটের অন্তর্গত চানাটিপা” এলাকা থেকে বিপুল পরিমাণে চোরাই কাঠের লগ উদ্ধার করে বনকর্মীরা উদ্ধার হওয়া কাঠের বাজার মূল্য বেশ কিছু হাজার । প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এগুলি চোরাই কাঠ। এদিন দুপুরে খট্টিমারি তোতাপাড়া বিটের এবং মরাঘাট রেঞ্জের বনকর্মীরা এক যৌথ অভিযান চালান চানাটিপা এলাকায়। অভিযানের নেতৃত্ব ছিলেন মোরাঘাট রেঞ্জের বন আধিকারিক চন্দন ভট্টাচার্য। আর তাতেই এই বিপুল পরিমাণ চোরাই কাঠ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে শাল কাঠের লগ এবং তিনটি সাল কার্ড চোরাই করা সাইকেল তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলেই বন দফতর সূত্রে খবর।বন দফতর সূত্রে জানানো হয়েছে, আগামী দিনেও এই ধরনের চোরা কারবার রুখতে লাগাতার অভিযান চালানো হবে। পাশাপাশি এই চোরা কারবারের সঙ্গে কারা যুক্ত রয়েছে, সেই বিষয়েরও খোঁজ চালাচ্ছেন বন আধিকারিকরা। প্রসঙ্গত, এর আগেও বিভিন্ন সময়ে ডুয়ার্সের বিভিন্ন প্রান্তে কাঠের চোরা কারবারের চেষ্টা বানচাল করেছিলেন বনকর্মীরা। শুধু জলপাইগুড়িতেই না, আলিপুরদুয়ার জেলাতেও চোরাই কাঠ বাজেয়াপ্ত করা হয়েছে বিভিন্ন সময়ে। আর সেই চোরাচালানের কারবার রুখতে সজাগ নজরদারি চালাচ্ছেন বনকর্মীরা।