20 C
Kolkata
Wednesday, December 4, 2024
বিশ্ব বাংলা নিউজজেলাশীততাপ নিয়ন্ত্রিত দুটি বগি বাতিল ফারাক্কা এক্সপ্রেস ট্রেনের

শীততাপ নিয়ন্ত্রিত দুটি বগি বাতিল ফারাক্কা এক্সপ্রেস ট্রেনের

জয়দ্বীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুর: শীততাপ নিয়ন্ত্রিত দুটি বগি বাতিল করা হল বালুরঘাট থেকে দিল্লি হয়ে ভাতিন্ডা যাওয়ার ফারাক্কা এক্সপ্রেস ট্রেনের। চরম ক্ষোভ যাত্রী মহলে। রেলের খামখেয়ালিপনার বিরুদ্ধে সরব একলাখি-বালুরঘাট রেলযাত্রী কল্যান ও সমাজ উন্নয়ন সমিতি। দূরপাল্লার ট্রেনে কিভাবে শীততাপ নিয়ন্ত্রিত বগি আচমকা তুলে নেওয়া হল তা নিয়ে প্রশ্ন। এই ট্রেনকে বালুরঘাট থেকে উঠিয়ে নেওয়ার চক্রান্ত চলছে বলে দাবি এই সমিতির। কটাক্ষ তৃণমূলের।
বালুরঘাট স্টেশন থেকে দিল্লি, ব্যাঙ্গালোর সহ দক্ষিণ ভারতের যাওয়ার মত দূরপাল্লার একাধিক ট্রেনের দাবি ছিল বরাবর। গত ১৫ মার্চ নির্বাচন ঘোষনার ঠিক কয়েকঘন্টা আগে রেল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেখানে বলা হয় মালদা-ভাতিন্ডাগামী ফারাক্কা এক্সপ্রেসটি বালুরঘাট থেকে চলাচল করবে। যেটিতে দিল্লি যাওয়া যাবে। লোকসভা ভোটকে সামনে রেখে কেন্দ্রীয় রেল মন্ত্রককে দিয়ে তড়িঘড়ি এই বিজ্ঞপ্তি জারি করানো হয়েছিল বলে বিতর্ক শুরু হয়েছিল। এরমধ্যেই আবার ১৫ এপ্রিল কোনোরকম উদ্বোধন ছাড়ায় বালুরঘাট থেকে চালু হয় ওই ট্রেনটি। যেটি বালুরঘাট স্টেশন থেকে ছাড়ার সময় দেওয়া হয় বিকেল ৫ টা। সপ্তাহে প্রতিদিন চলাচল করে এটি। প্রথমদিকে ওই ট্রেনটি সময়মত এই স্টেশন থেকে ছেড়ে যেত। কিন্ত নির্বাচন পরবর্তী সময়ে ওই ট্রেন সময়মত ছাড়েনা এই স্টেশন থেকে। যা নিয়েই কার্যত ক্ষোভ ছিল যাত্রীদের। এবার ওই ট্রেন থেকে তুলে নেওয়া হল একটি এসি থ্রি টায়ার এবং একটি ইকোনমিক্যাল এসি বগি। রেল সূত্রে খবর, মোট ২২ বগি নিয়ে চলাচল করে ওই ট্রেন। যার মধ্যে এসি বগি ছিল মোট ১০ টি। বাকি ১২ টি রয়েছে জেনারেল ও স্লিপার ক্লাস। কিন্ত এবার এসি করা হল ৮, স্লিপার ৬ এবং জেনারেল ৮ টি। দূরপাল্লার ট্রেনে এই এসি দুটি বগি কমানো নিয়েই ক্ষোভ। শুক্রবার এই নতুন সিদ্ধান্তেই ওই ট্রেন চলাচল করে বলে জানানো হয়েছে একলাখি-বালুরঘাট রেল যাত্রী কল্যান ও সমাজ উন্নয়ন সমিতির তরফে। যা নিয়ে সোশ্যাল মিডিয়াতেও প্রতিবাদের ঝড় উঠেছে। রাস্তায় নেমে প্রতিবাদ করার আহবান করা হয়েছে সাধারণ মানুষ।

বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন বিশ্ব বাংলা নিউজের ওয়েবসাইট এ।

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
22,100SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles