19 C
Kolkata
Wednesday, December 4, 2024
বিশ্ব বাংলা নিউজজেলাবিজেপি প্রার্থী রাহুল লোহার এবং আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গার বিরুদ্ধে পোস্টার

বিজেপি প্রার্থী রাহুল লোহার এবং আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গার বিরুদ্ধে পোস্টার

খাদিমুল ইসলাম, বানারহাট: রাত পেরোলেই আলিপুরদুয়ারের মাদারিহাটে উপ নির্বাচন। ঠিক তার কয়েক ঘণ্টা আগে মাদারিহাট বিধানসভা কেন্দ্রের সাঁকোয়াঝোরা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় বিজেপি প্রার্থী রাহুল লোহার এবং আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গার বিরুদ্ধে পোস্টার পড়ল।‘চার্জশিট’ নাম দিয়ে এই পোস্টারে রাহুল লোহারের বিরুদ্ধে নানা মন্তব্য করা হয়েছে। বলা হয়েছে, ‘তোমার বাবার কুকীর্তি এখনও মাদারিহাটে প্রচলিত, ১৬টা নিরপরাধ প্রাণের রক্ত লেগে তোমার হাতে।’ আরও বলা হয়েছে, ‘গুন্ডামি তোলাবাজিতে তুমি ওস্তাদ, বহু বয়স্ক লোককে পিটিয়েছ, বাড়ির শিক্ষাদীক্ষা বলতে তো কিছুই নেই, এটা প্রমাণিত।’ এমন নানা অভিযোগ তুলে এই বেনামি পোস্টার নজরে আসতেই শোরগোল পড়ে গিয়েছে জেলাজুড়ে।
বিজেপির দাবি, তৃণমূলের তরফে রাতের অন্ধকারে এই বেনামি পোস্টার লাগানো হয়েছে। বিজেপির জলপাইগুড়ির নেতা চন্দন দত্ত বলেন, ‘এটাই তৃণমূলের সংস্কৃতি, আগে তৃণমূল নিজের দলের ধূপগুড়ির বিধায়কের বিরুদ্ধে এই ধরনের পোস্টার লাগাক, তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। এতে ভোটে কোনও প্রভাব পড়বে না। তৃণমূল ভয়ে এই ধরনের অপপ্রচার করছে।’ যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস তৃণমূলের জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক অরূপ দে বলেন, ‘বাস্তব ঘটনার পরিপ্রেক্ষিতে সাধারন মানুষ এই পোস্টার লাগিয়েছে। সাড়ে আট বছরে স্থানীয় বিজেপি বিধায়ক কোনও কাজ করেননি। তারকেশ্বর লোহারের ছেলে বিজেপি প্রার্থী। বামফ্রন্ট আমলে তারকেশ্বর লোহার কি অত্যাচার করেছিল তা সকলেই জানে। সেই পরিপেক্ষিতে এই ঘটনা যারাই ঘটিয়েছে তারা সঠিক তথ্যই তুলে ধরেছে। কিন্তু এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও যোগাযোগ নেই।’

বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন বিশ্ব বাংলা নিউজের ওয়েবসাইট এ।

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
22,100SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles