খাদিমুল ইসলাম,বানারহাট: দুরামারির চুরির রেশ কাটতে না কাটতে আবারো নানাই পার এলাকায় একটি মুদির দোকানে চুরির ঘটনা ঘটলো। দোকানের সামগ্রী চুরি না হলেও দোকানে রাখা নগদ অর্থ নিয়ে চম্পট চোরের। এই ঘটনা দোকান খুলতে এসে মালিক টের পায় সকাল নাগাদ। দোকান মালিকের অনুমান গভীর রাতে এই চুরির ঘটনা ঘটে। বানারহাট এর নানাই পাড় এলাকায়। প্রদীপ নামের ওই ব্যক্তির একটি মোদির দোকান রয়েছে নানাই পাড় এলাকায়। যদিও স্থানীয় বাসিন্দা সহ দোকান মালিকের আশঙ্কা। দোকানে দরজার পাল্লা ভেঙ্গে চোরেরা দোকানে ঢুকে ক্যাশ বাস্ক থেকে নগদ অর্থ চুরি করার পর দোকানের বেড়ার পার্টিশান ভেঙ্গে চোর পালিয়ে যায় । তবে এই চুরির ঘটনার পেছনে জুয়ারুদের এবং নেশা খোরদের দায়ি করছে এলাকা বাসীরা। এই চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের পাশাপাশি আতঙ্ক ছড়িয়ে পড়েছে।