30 C
Kolkata
Tuesday, February 18, 2025
বিশ্ব বাংলা নিউজজেলাবালুরঘাট থেকে মালদা গামী ৫১২ নম্বর জাতীয় সড়ক আটকে কালী পূজার চাঁদার জুলুমবাজি

বালুরঘাট থেকে মালদা গামী ৫১২ নম্বর জাতীয় সড়ক আটকে কালী পূজার চাঁদার জুলুমবাজি

নিজস্ব সংবাদদাতা,৩০ অক্টোবর,দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট থেকে মালদা গামী ৫১২ নম্বর জাতীয় সড়ক আটকে কালী পূজার চাঁদার জুলুমবাজি।
দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে চৌপথি মোড়ের পুলিশ চেকপোষ্টের ঢিল ছড়া দূরত্বে জুলুমবাজি চলতে থাকলেও নির্বিকার প্রশাসন। ঘটনার খবর পেয়ে সাংবাদিক ঘটনাস্থলে পৌঁছাতেই, ক্যামেরা দেখে সাংবাদিককে হুমকি। পাশাপাশি সত্য ঘটনা তুলে ধরতেই এই ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। অন্যদিকে, জাতীয় সড়ক আটকে চাঁদা তোলার সময় যে কোন মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন পথ চলতি মানুষ সহ এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা।
চৌপথি মোড়ের পুলিশ চেকপোষ্টের ঢিল ছড়া দূরত্বে জাতীয় সড়ক আটকে চাঁদার জুলুমবাজি চলতে থাকলেও নির্বিকার পুলিশ প্রশাসন। এমন ঘটনায় প্রশ্নের মুখে প্রশাসনিক ভূমিকা। জানা গেছে, শহরের বুকে দীর্ঘদিন ধরে স্থানীয় একটি ক্লাব জুলুমবাজি চালিয়ে গেলেও প্রশাসনের কোনোরকম ব্যবস্থা দেখা যায়নি। শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন চাইছেন অবিলম্বে বেআইনি চাঁদার জুলুমবাজি বন্ধ রুখতে এবং অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে প্রশাসনিক ভাবে ব্যবস্থা গ্রহণ করা হোক।

বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন বিশ্ব বাংলা নিউজের ওয়েবসাইট এ।

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
22,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles