নিজস্ব প্রতিনিধি,হাড়োয়া: বিজেপির পর এবার তৃণমূল কংগ্রেস রাজ্যের ৬ বিদানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল। উত্তর ২৪ পরগনার হাড়োয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক পদ শূন্য হয়েছিল হাজি নুরুল ইসলাম সাংসদ হওয়ায়। সম্প্রতি তিনি অবশ্য পরলোকগমন করেছেন। তার শূন্য পদে হাড়োয়া কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে তারই মেজ পুত্র রবিউল ইসলামকে। প্রয়াত হাজী নুরুল ইসলাম এর মেজ ছেলে শেখ রবিউল ইসলাম রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। রাজনৈতিক অভিজ্ঞতা একেবারে কম নয়, বেশ কয়েক বছর বারাসাত ইভিনিং কলেজের জিএস ছিলেন। উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল যুব কংগ্রেসের যুগ্ম সম্পাদকের দায়িত্ব ও সামলেছেন। শেষ পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের সদস্য হন। ৪১ নম্বর আসেন তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে ১৫ হাজারেরও বেশি ভোটে জয়ী হন।
অন্যদিকে, উত্তর ২৪ পরগনার নৈহাটিতে তৃণমূল প্রার্থী করেছে সনৎ দে-কে। কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন প্রার্থী হয়েছেন সঙ্গীতা রায়। মাদারিহাট কেন্দ্রে তৃণমূলের প্রার্থী জয়প্রকাশ টোপ্পো। মেদিনীপুরে তৃণমূল সুজয় হাজরাকে প্রার্থী করেছে। আর বাঁকুড়া। তালড্যাংরা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে ফাল্গুনী সিংহবাবুকে।